পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

GSR স্বামী বিবেকানন্দ । Sરી શજી কথাটা একেবারে অগ্ৰাহা করিয়া উড়াইয়া দিতেছেন না। কথাটার মূল্য আছে। সে সময়ে ‘রেভারেণ্ড হেষ্টি” (Rev. W. W. Hastie) সাহেব জেনারেল এসেমবিজ ইনষ্টিটিউসনের অধ্যক্ষ ছিলেন। ভারতবর্ষে ইংরাজ পণ্ডিতদিগের মধ্যে তখন কেহই পাণ্ডিত্যে র্তাহার সমকক্ষ ছিলেন। না । নরেন্দ্ৰ ভঁাহার নিকট দৰ্শন-শাস্ত্ৰ পড়িয়াছিলেন। পণ্ডিতকুলচূড়ামণি সুপ্ৰসিদ্ধ ব্ৰজেন্দ্রনাথ শীল মহোদয়ও উক্ত হেক্ট সাহেবের ছাত্র ছিলেন। তিনি নরেন্দ্রের এক ক্লাস উপরে পড়তেন। এই হেক্ট সাহেব *firficit -'Narendra Nath Dutta is really a genius ! I have travelled far and wide, but have never yet come across a lad of his talents and possibilitieธิ์สิen in the German Universities, amongst philosophical students. He is bound to make a mark in life." (নরেন্দ্রনাথ দত্ত ‘প্রকৃতই একজন প্রতিভাবানু বালক। আমি অনেক স্থানে ভ্রমণ করিয়াছি কিন্তু এমন একটী ছাত্র আর দেখি নাই, এমন কি জৰ্ম্মান বিশ্ববিদ্যালয়ের দর্শনের ছাত্রদিগের মধ্যেও নহে। " এ বালক নিশ্চয়ই জগত্বে একটা” নাম রাখিয়া যাইবে।)। নরেন্দ্র নিজেও বিশ্বাস করিতেন কোন মহৎকাৰ্য সম্পাদনের জন্যই তাঁহার জন্ম হইয়াছে। বিচারের সঙ্গে সঙ্গেই ধ্যান ও প্রার্থনা করা তাহার অভ্যাস হইয়া পড়িয়াছিল। সেজন্য ‘স্পেনসার প্রমুখ পণ্ডিতগণের বিচারপূর্ণ দার্শনিক । গ্রন্থের সহিত "ঈশানুসরণ? ("Imitation of Christ') line ভক্তিগ্রন্থওঁ । তিনি আদরের সহিত পাঠ করিতেন। - , r :- র্তাহার, ইংরাজী জীবনীলেখকগণের এই উক্তি বাস্তবিক সূতা-" নরেন্দ্রনাথ তাহার সমসাময়িক যুৱকগণের মধ্যে একজন অদ্ভুত, .....