পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অকুল চিন্তাসাগরে আশ্রয় Seo ‘রামদাদা” (ভক্ত ৬৮ রামচন্দ্র দস্তু ) তেঁাহাকে বলেন “ভাই তুমি ধৰ্ম্ম ধৰ্ম্ম করিয়া এদিক ওদিক ঘূরিয়া বেড়াইতেছ। কেন ? যদি প্রকৃত ধৰ্ম্মতত্ত্ব জানিতে ও ঈশ্বরলাভ করিতে চাও তবে দক্ষিণেশ্বরে পরমহংসদেবের নিকট যাও।” তাহার পর একদিন জন দুই তিন বয়স্থ সমভিব্যাহারে নরেন্দ্র উপরোক্ত সুরেন্দ্রনাথ মিত্রকে সঙ্গে লষ্টয়া শকটারোহণে দক্ষিণেশ্বর গমন করেন। ঠাকুরকে দেখিতে এই পৃষ্ঠাতার প্রথম দক্ষিণেশ্বরে গমন ও ঠাকুরের সহিত দ্বিতীয়বার সাক্ষাৎ |* এদিন ঠাকুর তীহাকে দেখিয়া অত্যন্ত আনন্দিত হইয়াছিলেন। ঠাকুর তাঁর্তাহাকে গান গাহিতে বলায় তিনি তাহার সম্মুখে ব্ৰহ্মসমাজাদৃত ‘মন চল নিজ নিকেতনে? এই গানটি গাহিয়াছিলেন। ঠাকুর তাহা শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়াছিলেন। গাহিবার পর ঠাকুর হঠাৎ উঠিয়া তাহার হাত ধরিয়া উত্তরের বারাণ্ডায় লইয়া গেলেন ও ঘরের দুঃ টি বন্ধ করিয়া দিয়া দরবিগলিতধারে অশ্রত্যাগ করিতে করিতে যেন বহুদিনের পরিচিতের স্যায়, বলিতে লাগিলেন, ‘এতদিন পরে আসতে হয় ? আমি যে তোর পথ চেয়ে হাঁ করে বসে? আছি তা কি একটিবারও মনে কৰ্ত্তে নেই ? বিষয়ী লোকেদের সঙ্গে কথা ক’য়ে কয়ে আমার যে ঠোঁট পুড়ে যাবার মত হয়েছে!” এই সুবােদ বলিয়া তিনি। রোদনা করিতে লাগিলেন। ‘আমি জানি তুমি ক্টে, তুমি সেই পুরাতন ঋষি, নরনারায়ণ, জীবের ... মুঃ শ্ৰীশ্ৰীলীলাপ্রসঙ্গীকার বলেন এইটী দ্বিতীয়বার সাক্ষাৎকার (উদ্বোধন-আশ্বিন, ss( কিন্তু , কথামৃতকার বলেন ইহাই স্বামিজীর পরমহংসদেবীকে প্রথমدهد . ন (কথামৃত ৩য় ভাগ, প্রথম সংস্করণ ১৮৬ পৃঃ)। কথামৃতকারের মতে প্রথম ཤི་གa দর্শনের পর্যন্ত্রাঙ্গুমে বাড়ীতে দ্বিতীয় দর্শন হয়। (কথামৃত ৩য় 'త్యా?) *', 'బ్లీ s