পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিতৃবিয়োগ ও সাংসারিক কষ্ট აბდ ' মনে মনে ক্ষুব্ধ হইয়াছিলেন, কিন্তু দারিদ্র্যের কিরূপ কঠোর পোষণে মুখ দিয়া ঐ সকল কথা নিৰ্গত হইয়াছিল তাহা তিনি কিরূপে বুঝিবেন! নরেন্দ্ৰ প্ৰত্যহ প্ৰাতঃকালে উঠিয়া গোপনে অনুসন্ধান করিতেন। গৃহে খাদ্যদ্রব্য কি আছে না আছে। যেদিন বুঝিতেন অনাটন, অথচ হন্তে অর্থ নাই, সেদিন মাতাকে “আমার নিমন্ত্রণ আছে” বলিয়া বাহির হইতেন, বা নিজে সামান্য কিছু খাইয়া অধিকাংশ অপরের জন্য রাখিয়া দিতেন, কোন কেঁন দিন বা একেবারে উপবাসে কাটাইতেন। কিন্তু এত দুঃখ-দৈস্যের মধ্যেও নরেন্দ্ৰ হৃদয়ের বল হারান নাই বা বাহিরে কোনরূপ দুৰ্বলতার চিহ্ন ব্যক্ত হইতে দেন নাই। ভিতরে যতই দৈন্য থাকুক না কেন, বাহিরের লোকে তাহা জানিবে কেন ? দত্তবংশ চিরদিন মান সম্রামে সমুন্নত ছিল, হঠাৎ সে বংশগৌরবকে তিনি নত করিতে পারিলেন না । বন্ধুবান্ধবদিগের মধ্যে অনেক ধনী সন্তান ব্লেড়াইতে যাইবার সময় পূর্বের ন্যায় তাহার বাটীতে । আসিয়া তাহাকে গাড়ীতে তুলিয়া লইতেন ও উদ্যানাদিতে গিয়া। সঙ্গীতাদি আমােদ প্রমৃেত্যু যোগদান করিতে অনুরোধ করিতেন। তিনি তাহদের অনুরোধ উপেক্ষা করিতে না পারিয়া অনেক সময়ে অনিচ্ছাসত্ত্বেও তাঁহাদের সহিত যাইতে বাধ্য হইতেন, কিন্তু কখনও স্কুরের কথা তাহাদিরগের নিকট প্রকাশ করিয়া বলিতেন না। তাহারাও খ্রিষ্ঠ প্ৰবৃত্ত হইয়া কখনও ঐ বিষয়ে তাহাকে কিছু জিজ্ঞাসা করিতেন না। দেখিতেন বটে, তিনি দিন দিন শীর্ণ ও মলিন হুইয়া যাইতেছেন, * তথাপি - উহার মূলে যে পিতৃবিয়ােগজনিত দুঃখ ব্যতীত আর কিছু মাছে, এরূপ সন্দেহ করিড়েন না। স্বামিজী বলিতেন ‘সময় বুঝিয়া খৃষ্ঠারূপিনী ‘মহামায়াও এইকালে পশ্চাতে লাগিতে ছাড়েন নাই। এক সঙ্গতিপন্ন রমণীর পূর্ব হইতে আমার উপর নজর পড়িয়াছিল,