পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ S 8. স্বামী বিবেকাননন্দ ΣΣ \3 অবসর বুঝিয়া সে এখন প্রস্তাব করিয়া পাঠাইল তাহার সহিত তাহার সম্পত্তি গ্ৰহণ করিয়া দারিদ্র্যদুঃখের অবসান করিতে পারি। বিষম অবজ্ঞা ও কঠোরতা প্রদর্শনে তাহাকে নিবৃত্ত করিতে হইয়াছিল।” এই অবস্থায় আর একদিন কয়েকজন ধনিপুত্র তীহাকে এক বাগান বাটতে লইয়া গিয়া আমোদ প্ৰমোদ করিবার জন্য আহবান করে ও * দুঃখের হস্ত হইতে পরিত্রাণ পাইবার অমোঘ ঔষধ বলিয়া তাহাকে কিঞ্চিৎ সুরাপান করিবার পরামর্শ দেয়। এমন কি বলিতে লজ্জা হয় যে, উক্ত চরিত্রহীন বন্ধুবৰ্গ—একজন বারাঙ্গনাকেও তাহার নিকট লইয়া আসিয়াছিল। কিন্তু সে তঁহাকে প্রলুব্ধ পুরিতে আসিলে তিনি তাহাকে তাহার পূর্ব পরিচয়াদি জিজ্ঞাসা করেন ও কেন সে স্ট্ররূপ জঘন্যবৃত্তি গ্ৰহণ করিয়াছে, উহাতে তাহার মনে বিন্দুমাত্ৰ সুখ আছে কিনা এবং সে পরকালের সম্বল কিছু করিয়াছে কিনা ইত্যাদি এমন কতগুলি কথা উত্থাপন করেন যে, স্ত্রীলোকটী লজ্জিত ও অনুতপ্ত হইয়া তাহার নিকট হইতে প্ৰস্থান করে ও আর সকলের নিকট গিয়া বলে ওরূপ লোকের নিকট কি আমায় পাঠাতে আছে ? সেখান হইতে বাহির হইয়া নরেন্দ্র * পরিচিত যাহার সহিত দেখা হইল তাহাকেই বলিলেন, “আমি আজ মদ ও মেয়েমানুষ লইয়া আমোদ করিয়াছি।” বাটীতে স্বীয় জননীর নিকটও ঐ কথা প্ৰকাশ করেন। তাহার প্রতি ঈর্ষ্যপরায়ণ কয়েক दाङ्गि পরমহংসদেবের কৰ্ণে এই কথা তুলিলে তিনি উত্তর করিয়াছিলেন। “নরেনের জন্য তোমাদের মাথা ব্যথার দরকার নাই, আমি জানি তাহার ৫ দ্বৈারা জীবনে কখনও যোযিৎ সঙ্গ হইবে না।” స్టో এইরূপ করিবার একটা - কারণ ছিল, গোপনে কোন ফ্লাৰ্য । করা চিরদিন তাহার প্রকৃতিবিরুদ্ধ ছিল। বাল্যকাল হইতে, কখন