পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিতৃবিয়োগ ও সাংসারিক কষ্ট δ . Σ মাঝে মাঝে গৃহে যাইতেন। শত-স্মৃতি বিজড়িত গৃহপ্ৰাঙ্গনটি তাহার নিকট তীর্থের ন্যায় পবিত্র ছিল । তাহার উপর উহা তাহার জননীর পদধূলিপূত। জননীকে তিনি প্ৰাণের সহিত ভালবাসিতেন। ভগ্নীদেরও এত ভালবাসিতেন যে প্ৰব্ৰজ্যাকালে তাহদের কষ্টে মৃত্যুর সংবাদ পাইয়া শোকে অধীর হইয়াছিলেন। জননীও তাহার কথা স্মরণ করিয়া গৌরব ? অনুভব করিতেন। স্বামিজীর একজন শিষ্যকে তিনি বলিয়াছিলেন । “আমার ছেলে চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল ।” কিন্তু পরমহংদেব আরও অধিক দূর যাইতেন। তিনি বলিতেন, নরেন আজন্ম ব্ৰহ্মজ্ঞানী’, *निड जिछद्ध थांक ।'