পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S SR 8 স্বামী বিবেকানন্দ >8 RV3 ডাক ছেড়ে কাঁদলে তবে মনটা ঠাণ্ডা হতো। ক্ৰমান্বয়ে ছয়মাস ঐ রকম হয়েছিল । আর সব ছেলেরা যারা এখানে এসেছে তাদের কাহার কাহার জন্য কখন কখন মন কেমন করেছে, কিন্তু নরেন্দ্রের জন্য যেমন হয়েছিল তার তুলনায় সে সব কিছুই নয়। একদিন ভোলানাথকে * বললুম ‘হঁ্যা গাঁ, আমার এমন হ’চ্ছে কেন ?” ভোলানাথ বল্লে, “এর মানে ভারতে (মহাভারত) আছে। সমাধিস্থ লোকের মন যখন নীচে আসে, সত্ত্বগুণী লোকের সঙ্গে বিলাস করে, সত্ত্বগুণী লোক দেখলে তবে তার মন ঠাণ্ডা হয়।” এই কথা শুনে তবে আমার মনে ঈশান্তি হয়। তবুও আবার মাঝে মাঝে নরেন্দ্ৰকে দেখবো ব'লে। ব’সে ব’সে কঁাদতুম।” নরেন্দ্রের অদর্শনে তঁাহার এদিকে যেমন এরূপ অসহ্য যন্ত্রণা হইত নরেন্দ্রের সহিত সাক্ষাতে আবার সেইরূপ অসীম আনন্দ উথলিয়া উঠিত। শ্ৰীযুক্ত প্রিয়নাথ সিংহ মহাশয় স্বামীজির বি, এ, পরীক্ষার অব্যবহিত পূৰ্ব্বেকার একদিনের কথা। ১৩১৭ সালের ফাস্তুনের উদ্বোধনে । এইরূপ লিখিয়াছেন ঃ-- W . ಫ್ಲಿ, “একদিন সকালে শ্ৰীরামকৃষ্ণদেব, নরেন অনেক দিন র্তাহার নিকট না যাণ্ডুয়, র্তাহাকে দেখিবার জন্য রামলান্সের সঙ্গে’ কলিকাতায় নকুঞ্জগুন্টুঙে আগমন করেন। সেদিন সকালে নরেনের ঘরে দুই সহপাঠী দ্বন্ধু হরিদাস চট্টোপাধ্যায় ও দাশরথি । সান্ন্যাল বুসিয়া কখন পাঠ করিতেছেন, আবার কখন বা কথাবাৰ্ত্ত কহিতেছেন, এমন সময়ে বহিদ্বারে নরেন, নরেন’ শব্দ শুনা গেল। স্বর শুনিয়াই নিরেন। অতীব ব্যস্ত হইয়া দ্রুত নীচে চলিয়া গেলেন। তঁহার ও বন্ধুরাও,

  • দক্ষিণেশ্বয় কালীবাড়ীর খাজাঞ্চী । ॥১ 。、