পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীরামকৃষ্ণচরণে ర్ళి . হইত। ধ্যানাবস্থার পরে দেখিতেমন, যেন ঠিক তঁহারই মত আর একজন কে আসিয়াছে। আকার প্রকার ও অবয়বাদির গঠন অবিকল তাঁহারই মত। তিনি আশ্চৰ্য্য হইয়া ভাবিতেন “এ আবার কোঁ ? সে মূৰ্ত্তিটি অনেক সময়ে একঘণ্টারও উপর তাহার নিকট থাকিত । তিনি তাহার সহিত কথাবার্তা কহিতেন, সেও ঠিক সেই সময়ে কথা বলিত। তিনি ঘেরূপ করিতেন, সেও ঠিক সেইরূপ করিত, তিনি কখনও তাহাকে ভেংচাইতেন সেও ঠিক সেইরূপ করিত। প্ৰথম প্রথম এইরূপ হইলে তিনি পরমহংসদেবকে বলিয়াছিলেন । পরমহংসদেব বিশেষ কিছু না ? বলিয়া শুধু বলিয়াছিলেন ইহা ধ্যানের উচ্চাবস্থার লক্ষণ ।” M ১৮৮৬ সালের এপ্রেল মাসের প্রারম্ভে কাশীপুরের বাগানে অবস্থানকালীন নরেন্দ্র একদিন তারক ও কালীকে (শিবানন্দ ও অভেদানন্দ ) সঙ্গে লইয়া বুদ্ধগয়া দর্শনে গমন করেন। ললিতবিস্তর ও ত্রিপিটক পাঠে ভগবান বুদ্ধদেবের অসাধারণ ত্যাগ ও বৈরাগ্য দর্শনে মোহিত হইয় তাহার সাধনস্থল দেখিবার জন্য নরেন্দ্রের মনে প্ৰবল। আগ্রহ, জন্মিয়াছিল। বুদ্ধগয়া যাত্ৰা তাঁহারই ফল। গয়ায় পৌঁছিয়া ফৰূতে স্নান ও ভিক্ষাদি করিয়া তাহারা পদব্রজে বােধগয়ায় গেলেন ও সেখানকার মােহান্ত মহারাজের আশ্রয় গ্রহণ করিলেন। মোহন্তজী তঁহাদের বিশেষ সমাদর করিয়া থাকিবীর ব্যবস্থা করিয়া দিলেন। সেখান হইতে র্তাহারা বুদ্ধগয়ার প্রত্যেক স্থল, বিশেষ অভিনিবেশসহকারে দর্শন করিলেন। সেই শত শত বৎসরের অতীত কীৰ্ত্তিধামের প্রতি রেণু একদিনু ভগবান তথ্যাগতের চরণস্পর্শে পবিত্ৰ । . চুইয়াছিল, স্মরণ করিয়া নরেন্দ্রের’ হৃদয় ভাবতরঙ্গে উদ্বেলিত হইয়া