পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ বরাহনগর মঠে তপস্যা dWYè প্রসঙ্গেরও বিরাম নাই। তাহার মধ্যে ক্ষুধাতৃষ্ণা কোথায় অন্তহিঁত হইয়াছে! পরিধানের জন্য প্ৰত্যেকের একখানি কৌপীন ও এক টুকরা গেরুয়া বস্ত্ৰ। আর সর্বসাধারণের জন্য একখানি মাত্ৰ সাদা, { কাপড় ও একখানি চাদর দেওয়ালের গায়ে টাঙ্গান থাকিত, যাহার যখন বাহিরে যাইবার আবশ্যক হইত। তিনি তখন উহা ব্যবহার করিতেন। গৃহসজ্জার অন্যান্য উপকরণের মধ্যে একখানি চাদর ঢাকা মাদুর—তাহার উপর রাত্ৰিতে শয়নকাৰ্য্য নির্বাহিত হইত, গুটিকতক জল্পের মালা ও দেওয়ালের গায়ে দুই চারিখানা ঠাকুর দেবতার ছবি ও একটা তুনিপুরী, আর প্রায় শতখানেক সংস্কৃত বাঙ্গালা ইংরাজী কেতাব-এ গুলি ভক্ত বন্ধুদিগের প্রদত্ত উপহার। তখন স্বামীজি একদমে চব্বিশ ঘণ্টা কাজ করিতেন। কাজ করিতে করিতে যেনু, উন্মত্তের ন্যায় হইয়া গিয়াছিলেন। স্বয়ং ব্ৰাহ্ম মুহুর্তে শয্যাত্যাগ করিয়া অপর সকলকে জাগ্ৰত করিবার জন্য “জাগো জাগাে সবে অমৃতের অধিকারী” গানটি গাহিতেন। তারপর সকলে ধ্যান করিতে বসিতেন এবং বেল দ্বিপ্রহর বা ততোধিককাল পৰ্য্যন্ত ভজন ও সৎ প্রসঙ্গে নিযুক্ত * থাকিতেন। স্তবপাঠ ও ভজন হইতে হইতে ঝুঁক্তিহাসের প্রসঙ্গ উঠিত। জোয়ান অব আর্ক ও ঝাঁসীর রাণী প্রভৃতির, গল্প হইত। কখন কখন স্বামিজী কালাইলের ‘ফরাসী রাষ্ট্রবিপ্লব’ নামক গ্ৰন্থ হইতে সুদীর্ঘ অংশসমূহ আবৃত্তি করিতেন এবং সকলে সমস্বরে দুলিতে দুলিতে ‘সাধারণতন্ত্রের জয় হােঁক৷ ” ‘সাধারণ তন্ত্রের জয় হােঁক”—এই বাক্য উচ্চারণ করিতেন। বেল প্রায় তৃতীয় প্রহরে শশী মহারাজ, তাহাদিগকে ভয় দেখাইয়া স্নানাহার আঁবার একত্ৰ হইতেন, আবার ভজন ও সম্প্রসঙ্গ চলিতে চলিতে । s