পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»१० স্বামী বিবেকানন্দ y RNS অনুভব করিয়া যেন আনন্দাদি বুদ্ধশিষ্যের সহিত অবিরল অশ্রবর্জন করিতেছেন, কখনও বা বােধ করিতেছেন যেন কুশীনগরের মল্লরাজদিগের সহিত মিলিত লইয়া তাহার স্মৃতিচিকু সংরক্ষণের চেষ্টা করিতেছেন, আবার কখনও বা মনে হইতেছে যেন নাগসেন অথবা মিলিন্দরাজের সহিত বৌদ্ধদৰ্শনের গভীর তত্ত্বালোচনায় নিযুক্ত রহিয়াছেন। এইরূপে তাহারা সমাট অশোকের শিলালিপি-ক্ষোদন, কারলী, এলিফাণ্টা ও অজন্তার গিরিগুহার বিচিত্র কারুকাৰ্য্য বিশিষ্ট চিত্রাঙ্কন, সারনাগের বিহার, নালন্দার বিশ্ববিদ্যালয় প্রভৃতি বৌদ্ধপ্রাধান্তকালের সৰ্বপ্রকার ভিন্ন ভিন্ন ঘটনা ও কীৰ্ত্তির সহিত আপনাদিগকে একীভূত করিয়া ফেলিতেন। বৌদ্ধকাহিনীর আলোচনায় তাহাদের হৃদয়ের প্রতি-তন্ত্রী স্পন্দিত হইত। ‘মহাযান’ ‘হীনযান” প্ৰভৃতি বিভিন্ন বৌদ্ধসম্প্রদায়ের গ্রন্থসমূহ ও নবপ্রকাশিত “প্রজ্ঞাপারমিতা’ পুস্তক প্রভৃতি পাঠে তাহারা যেন আপনাদিগকে কতকগুলি বৌদ্ধশ্রমণ বলিয়া বিবেচনা করিতেন । এই ভাবে কিয়দিন চলিবার পর স্বামীজি র্তাহাদিগকে বৌদ্ধ প্রভাব হইতে ধীরে ধীরে বিমুক্ত করিয়া দিনকয়েকের জন্য ‘হিন্দু অবতার, ভক্ত ও আচাৰ্য্যগণের ঐতিহাসিক গুরুত্ব’ আলোচনায় নিয়োজিত করিতেন। রাম, কৃষ্ণ, শঙ্কর, রামানুজ, কবীর, তুলসীদাস, রামদাস, চৈতন্য, রামুপ্ৰসাদ, গুরু নানক প্রভৃতি মহাপুরুষগণের জীবনসমূহ একে একে ছায়াচিত্রের ন্যায় তাহদের নয়নসম্মুখে প্ৰতিভাসিত হইত ও কি করিয়া তাহদের প্রত্যেকের শক্তি ও প্রভাব পরস্পরের সহিত সংমিশ্রিত হইয়া ভারতবাসীকে এক নির্দিষ্ট লক্ষ্যে চালিত ও ভারতবর্ষের ইতিহাসকে মহিমামণ্ডিত করিয়াছে তাহা বুঝাইয়া দিত। এইরূপে দেশকলপাত্রের গণ্ডী অতিক্ৰম করিতে করিতে ক্ৰমে তাহাদের কল্পনা সুদূর বৈৎলেহম নগর পর্যন্ত প্রসারিত হইত এবং