পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S& স্বামী বিবেকানন্দ ΣΣ κ8, তাহারা ‘গুডফ্রাইড়ে'র উৎসব সম্পন্ন করিয়াছিলেন। তাহার বৃত্তান্ত বড় কৌতুকাবহ। সমস্ত দিবস উপাসনায় কাটিয়া গিয়াছে। আহার নামমাত্র-একপ্রকার উপবাস বলিলেই হয়, কারণ শুধু গোটাকতক আঙ্গুরের রস জলমিশ্রিত করিয়া সকলে এক এক চুমুক পান করিয়াছিলেন। সকলেরই হৃদয় ভাবাতিশয্যে উদ্বেলিত হইয়া উঠিয়াছে, এমন সময়ে দ্বারে একজন ইউরোপীয় অতিথির কণ্ঠ শুনা গেল “কে আছ, খৃষ্ট্রের দোহাই, দ্বার খোল ।” আনন্দে আত্মহারা হইয়া দশ-পনের জন ছুটিয়া গিয়া তাহাকে ঘিরিয়া বসিলেন, সকলেই ব্যাকুল একজন খৃষ্টানের মুখ হইতে ঐ দিনের মাহাত্ম্য শ্রবণ করিবেন । কিন্তু লোকটী বলিল “আমি মুক্তি ফৌজের লোক। Crucifixion এর কথা জানি, কিন্তু "গুড ফ্রাইডে’র সম্বন্ধে কিছুই জানি না। আমরা দুটা পৰ্ব্ব পালন করিয়া থাকি—একটী খৃষ্টর জন্মদিন, আর একটী জেনারেল বুথ এর জন্মদিন ।” সন্ন্যাসীরা এই কথা শুনিয়া বিষগ্ন ও আশ্চৰ্য্য হইয়া বেলিলেন ‘সেকি, যেদিন তোমাদের প্রভু ক্রুশবিদ্ধ হইয়া প্ৰাণত্যাগ করেন সেদিনের বিষয় তুমি কিছু জান না।’ তাহারা আশাভঙ্গ এতদূর ক্ষুঃ হেইয়াছিলেন যে, পাদ্ৰী বেচারার হাত হইতে তাহার বাইবেলখানি কাড়িয়া লইয়া তাহাকে তাড়া করিবার উদ্যোগ করিয়াছিলেন। কিন্তু শুনা যায় একটু পরে তঁহাদেরই মধ্যে আর একজন সে লোকটীর উপর দয়াপরবশ হইয়া অন্য দ্বার দিয়া তাহাকে ফিরাইয়া আনেন এবং কিঞ্চিৎ খাদ্যদ্রব্য আহার করিতে দিয়া গোপনে র্তাহার পুস্তকখানি প্রত্যাৰ্পণ করেন। লোকটি তাহাদিগের ব্যবহার দর্শনে হতবুদ্ধিপ্ৰায় হইয়া দ্রুতগতি মঠ হইতে নিস্ক্রান্ত হইয়া গেল।-- যাইবার সময় বলিয়া গেল। ইহার কারা ? দেখিয়া বোধ হয় যেন খুষ্টের অন্তরঙ্গ শিষ্যমণ্ডলী।’ ]