পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 ও অবমাননা অবশ্যম্ভাবী। সেই জন্য তিনি স্থির করিলেন আদান-প্ৰদান নীতি অবলম্বন করাই সৰ্ব্বাপেক্ষা উত্তম। আমাদের যাহা আছে। उांश ঐশ্বৰ্য্যশালী পাশ্চাত্য জাতিদিগকে দিব এবং তাহার পরিবর্তে তাহাদিগের নিকট হইতে শিল্পবিজ্ঞানাদি শিক্ষা করিব। এইরূপ বিনিময় দ্বারা উভয় জাতির মধ্যে সৌখ্য ও সৌহার্দের বন্ধনও দৃঢ়ীভূত হইবে ; অর্থাৎ ধৰ্ম্মবলে জগতে ভেদ, বৈষম্য, দ্বন্দ্ব, প্ৰতিষোগিতা, দ্বেষ-হিংসা প্রভৃতি দূর হষ্টয়া এক স্বৰ্গরাজ্যের সৃষ্টি হইবে, সকলের মধ্যে আবার মৈত্রী, প্রেম ও ভ্ৰাতৃত্ব স্থাপিত হইবে-এই উদ্দেশ্য লইয়া তিনি আমেরিকা ধাত্ৰা করিলেন । সেখানে তাহার কিরূপ সন্মান ও সম্বদ্ধনা হইয়াছিল তাহা এক্ষণে সৰ্ব্বজনসুবিদিত । কিন্তু তিনি নাম-যশোর কাঙ্গাল ছিলেন না ; সেখানে অবিশ্রান্ত পরিশ্রম করিয়া উপস্থিত হইলেন দৃঢ়প্ৰতিজ্ঞ কৰ্ম্মবীর ইংরাজের দেশে । ইংরাজ জাতির মধ্যে অনেক মহানুভব ও চিন্তাশীল ব্যক্তি তাহার ভাব সাদরে গ্ৰহণ করিল । তাহাতে ভারতবর্ষ সম্বন্ধে অনেকের অনেক ভ্ৰান্ত সংস্কার নিৰ্ম্মল হইয়া অনেক নূতন জ্ঞান জন্মিল। তারপর তিনি সমুদয় ইউরোপখণ্ড ভ্ৰমণ করিয়া বিবিধ দেশের রীতি-নীতি সন্দর্শন করিয়া বহু অভিজ্ঞতা - সঞ্চয় করিলেন ও তৎসাহায্যে ভারতীয় রীতিনীতির সহিত তাহাদিগের তুলনা করিয়া কোনটি গ্রহণযোগ্য ও কোনটি বর্জনীয় তৎসম্বন্ধে বিশেষ চিন্তা ও আলোচনা করিবার সুযোগ প্ৰাপ্ত হইলেন । কয়েকবর্ষ কঠিন পরিশ্রমে তাহার স্বাস্থ্যভঙ্গ, হইবার উপক্রম হইল। সুতরাং তিনি ভারতবর্ষে প্রত্যাগমন করিলেন ও এ দেশের লোককে বিশ্ববাসীর আসরে দাড়াইবার উপযুক্ত করিয়া গঠিত করিবার চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে তিনি এই বিপুল পরিশ্রমের ফলে শীঘ্রই পীড়াগ্ৰস্ত হইয়া পড়িলেন ও অনতিদীর্ঘকাল মধ্যে মৰ্ত্ত্যলোক হইতে প্ৰস্থান করিলেন। যাহা হউক।