পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yu তথাপি এমনটি আর কখনও ঘটে নাই তাহার কারণ কি ? তাহার কারণ র্তাহার চরিত্রের অদ্ভুত পবিত্ৰতা, আত্মশক্তিতে অদম্য বিশ্বাস এবং আচণ্ডালে অকপট প্ৰেম । এই তিনটি প্রধান গুণ অন্য সকল গুণের ভিত্তিভূমি হইয়া তাহার চরিত্রকে এত অনুপম করিয়া তুলিয়াছে। আমরা এ গ্রন্থে তাহার ধৰ্ম্মজীবনের গুঢ় রহস্য বা অধ্যাত্মিক অলৌকিকত্ব লইয়া অধিক আলোচনা করি নাই। সে সম্বন্ধে - স্বামী সারদানন্দ প্ৰণীত শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ-লীলা প্ৰসঙ্গ, বা শ্ৰীমপ্রণীত শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ-কথামৃতের চতুর্থ ভাগ পাঠ করিলে অনেকে অনেক কথা জানিতে পরিবেন। আমরা শুধু সাধারণ হিসাবে লৌকিক জগতের দিক দিয়া তিনি যে কত বড় মহৎ ব্যক্তি ছিলেন তাহাঁই দেখাইবার চেষ্টা করিয়াছি। পরমহংসদেব তঁাহার সম্বন্ধে যে সব গুহা কথা বুলিতেন তাহ সাধারণ লোকে সকলে বুঝিতে পরিবেন বা বিশ্বাস করিবেন। কিনা সন্দেহ, আমরাও সেজন্য ওসকল কথার অবতারণা করি নাই। তবে ওসকল কথার উল্লেখ না। করিয়াও তঁহার দেবদুলভ চরিত্রের বিশেষত্ব সকলের হৃদয়ঙ্গম করা: যাইতে পারে ; দেখান যাইতে পারে এই অমানব পুরুষের গৌরবে: সমগ্র জগৎ গৌরবান্বিত-ইনি মনুষ্যজাতির শিরোমণি। বাস্তবিক এরূপ চরিত্রের লোক আর দুই চারিজন জন্মিলেই বোধ হয় কলির "\\প্রভাব দূর হইরা শীঘ্রই সত্যযুগের আবির্ভাব হইতে পারে। উপসংহারে বক্তব্য যে, এই গ্ৰন্থ প্ৰণয়ন উপলক্ষে মায়াবতী অদ্বৈত আশ্রমের প্রেসিডেণ্ট শ্ৰীমৎ স্বামী মাধবানন্দ উক্ত আশ্রম হইতে প্ৰকাশিত স্বামীজির ইংরাজী জীবনীর বঙ্গভাষায় অনুবাদের জন্য অনুমতি প্ৰদান করিয়া আমাকে বিশেষ কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করিয়াছেন। এতদ্ব্যতীত ; পূজ্যপাদ শ্ৰীমৎ সারদানন্দ স্বামী তাহার ‘লীলা প্রসঙ্গ’ হইতে