পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २१ ] আবশ্যকমত ঘটনাবলী উদ্ধৃত করিবার অনুমতি প্ৰদান করিয়াছেন, তজ্জন্য র্তাহার নিকটও আমি বিশেষ কৃতজ্ঞতাপাশে আবদ্ধ ও সর্বশেষে পরম শ্রদ্ধেয় শ্ৰীমৎ শুদ্ধানন্দ স্বামী এই গ্ৰন্থ যাহাতে কোনরূপে অতিরঞ্জন দোষে দুষ্ট না হয় ও সত্যঘটনা-পূর্ণ থাকে তজ্জন্য স্বীয় শারীরিক অসুস্থত অগ্ৰাহা করিয়া অকাতরে যে বিপুল শ্রম স্বীকার করিয়াছেন, তাহাতে আমি তাহার নিকট চির-ঋণে আবদ্ধ রহিলাম। র্তাহার সাহায্য ব্যতিরেকে এই গ্ৰন্থ সম্পন্ন হওয়া কঠিন হইত। এজন্য তঁহাকে এস্থলে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছি এবং আমি স্বয়ং এই ব্যাপারে শুধু কাষ্ঠী-বিড়ালের কার্য্য মাত্র করিয়াছি বলিয়া মনে করি । গ্ৰন্থখানি তাড়াতাড়ি মুদ্রিত করিতে যাইয়া বিশেষ চেষ্টা সত্ত্বেও মুদ্রাকর প্রমাদাবশতঃ স্থানে স্থানে যে ভুল থাকিয়া গিয়াছে তাহ ২য় সংস্করণে সংশোধন করিবার চেষ্টা করিব। সহৃদয় পাঠক পাঠিকাগণ তজন্য আমার ক্ৰেটী মাৰ্জনা করিবেন। ভবানীপুর,

seasis শ্রাবণ, ১৩২৬