পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R স্বামী বিবেকানন্দ Y *ÁS এবং পাঁচ ছয় বৎসর ভারতবর্ষের নানা স্থানে ভ্ৰমণ করিয়া অবশেষে ৬/কাশীধামে উপনীত হইলেন। সে সময়ে e/কাশীধাম যাইতে হইলে *পদব্রজে বা নৌকাপথে যাইতে হহঁত, কারণ তখন এদেশে রেলগাড়ীর প্রচলন হয় নাই। দুর্গাচরণের সংসারত্যাগের পাঁচ ছয় বৎসর পরে র্তাহার স্ত্রী অষ্টমবর্ষীয় শিশুপুত্র বিশ্বনাথকে সঙ্গে লইয়া নৌকাযোগে বারাণসীধামে যাইতেছিলেন। দেড়মাস পরে তাহারা বারাণসী পৌছিলেন। পথে নৌকার উপর খেলা করিতে করিতে বিশ্বনাথ "জলমগ্ন হইয়াছিলেন এবং পুত্রবৎসল জননী পুত্রের জীবনরক্ষার জন্য, অতিমাত্র ব্যস্ত হইয়া আপন প্ৰাণের মমতা পরিত্যাগপূর্বক "মজ্জামান পুত্রের উদ্ধারকল্পে ভাগীরথী সলিলে ঝাম্ফ প্ৰদান করিয়া- ? ছিলেন। সেদিন মাতা পুত্র উভয়েরই প্ৰাণনাশ হইত, কিন্তু বিধিকৃপায়। নৌকার মাঝিমাল্লার যত্নে উভয়েই রক্ষা পান। যখন উহারা মাতা পুত্ৰ উভয়কে জল হইতে তুলিল, তখন দেখা গেল, স্নেহময়ী জননী পুত্নের একখানি হাত দৃঢ়ভাবে ধরিয়া আছেন!! বহুকাল পর্যন্ত বিশ্বনাথের হস্তে --তারপর ৮ কাশীধামে পৌঁছিয়া দুর্গাচরণ পত্নী বহু দেবদেবী দর্শন করিয়া কথঞ্চিৎ শান্তিলাভ করিলেন। দৈবক্রমে একদিন বৃষ্টি হওয়াতে তিনি ৮বিশ্বেশ্বরের মন্দিরের সম্মুখে পড়িয়া যান। জনৈক স্বাধুতাহ লক্ষ্য করিয়া “মান্ত্রি গিৰু গিয়া” বুলিয়া দৌড়াইয়া আসিলেন উস্তােহার হাত ধরিয়া উঠাইলেন। কিন্তু কি আশ্চৰ্য্য।-কে এ সন্ন্যাসী ?” সন্ন্যাসী যখন মুস্থিতপ্ৰায় দুর্গাচরণ-পত্নীকে সযত্নে বহন করিয়া মন্দিরের সোপালে 烹憩夏菁° . . . উভয়েই উভয়ের প্রতি দৃষ্টিপাত করিয়া শিহরিয়া উঠিলেন। হাঁ বিধিচঞ্জ ; সুন্ন্যাসী আর কেহ নহেন—স্বয়ং দুর্গাচরণ। । -- . -