পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিমুলিয়ার দত্তবংশ W) স্ত্রীকে চিনিতে পারিয়াই তিনি অঙ্কুটস্বরে “মায়া হায় মায়া হায়!” <এই কথা বলিতে বলিতে দ্রুতপদে- সে স্থান হইতে অন্তহিত হইলেন । তাগী পুরুষ। রমণীও ত্যাগশীল ! বহুদিনের পর অকস্মাৎ স্বামীর পবিত্র { মুখদর্শনে দুর্গাচরণ-পত্নী আন্তরিক তৃপ্তিলাভ করিলেন বটে, কিন্তু ! আর র্তাহাকে সংসারবন্ধনে আবদ্ধ করিবার কল্পনা তাহার মনে উদিত হইল না। তিনি মন্দির প্রদক্ষিণ করিয়া বিশ্বনাথ দৰ্শন করিলেন এবং নতজানু হইয়া তাহার চরণে হৃদয়ের ভক্তিপুষ্পাঞ্জলি নিবেদন । করিলেন । f " 崇 张 مع" 张 崇 তাহার পর মাতাপুত্রে ৮ কাশীধাম হইতে কলিকাতায় ফিরিলেন । , , মাতা পুত্রের মুখ "চাহিয়া কোনরূপে সংসারযাত্ৰা নিৰ্বাহ করিতে লাগিলেন। পুত্র খেলাধুলায় কয়েক বৎসর কাটাইয়া অবশেষে বিদ্যা* শিক্ষায় মনোযোগ দিল। । 翌。 *ኛ -- সিমুলিয়ার সে দত্তবাড়ী আজও আছে। এখন আর সে পুৰ্বের গৌরব নাই। সে দেউড়িতে দ্বারবান নাই, দাসদাসী, লোকঙ্গন, মক্কেল মুহুরী, বন্ধুবান্ধবের নিত্য কোলাহল নাই, সে উৎসব, জাকজমক, ব্ৰতপূজা কিছুই নাই, শুধু বিপুলীয়তন প্রবেশদ্বারটা জীর্ণচ্ছদ ভগ্ন প্রাচীর, "স্ট্রালিকার লুপ্ত-গৌরবের ক্ষীণস্থতি নীরবে বক্ষে বহন · করিতেছে, আর অধিকাংশ জায়গা জমি এক্ষণে অপরের হস্তগত হইয়াছে। গৌরমােহন মুখার্জির ধীটে যাইলে আজিও সে ভগৃহ প্ৰত্যক্ষ হয় ? তখন ঐশ্বৰ্য্য ছিল, ’দত্তবংশের কীৰ্ত্তি-কথা-‘লোকের মুখে মুখে ফিরিত ' স্বত্তবাড়ী, চতুষ্পার্শ্বস্থ পলীমধ্যে সগৰ্ব্বে মুস্তক উন্নত করিয়া, দণ্ডায়মান । থাকিত-সকলেরই সুপরিচিত ছিল । আর আজি ?—আজি সে ? বাটী এটুপ্রিাসাদ-পরিপূর্ণ বিশাল কলিকাতা নগরীর একপার্থে নগণ্য, . ང་