পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ SS eve ক্ষুদ্র, সাধারণের অপরিচিত। অহো ! কালের কি বিচিত্ৰ:- মহিমা ! যে দত্তবংশ একদিন মানসন্ত্রমে সমুন্নত ছিল, পার্থিব সমৃদ্ধির হিসাবে আজি তাহার স্থান কোথায় । - কিন্তু আমরা যে সময়ের কথা বলিতেছি সে সময় দত্তবংশ প্রকৃতই ধনে, মানে, বিদ্যা, বুদ্ধি, প্ৰতিষ্ঠায় সমাজের শীর্ষস্থানে অবস্থিত ছিল। দুৰ্গাচরণ-পুত্র বিশ্বনাথ শৈশবেই এরূপ কৃতিত্বের পরিচয় দিতে লাগিলেন যে, ভবিষ্যতে র্তাহ দ্বারা বংশের মুখোজ্জল হইবে, পরিবারস্থ সকলেরই মনু এইরূপ আশার ऐछलग्न छ्छ्रेल । সন্ন্যাসীদের মধ্যে প্রচলিত প্রথানুসারে দ্বাদশ বৎসর পরে দুর্গাচরণ " একবার জন্মস্থান দর্শন করিতে আসিয়াছিলেন। কিন্তু প্ৰথমে স্বগৃহে গমন না করিয়া এক বন্ধু গৃহে উপস্থিত হন ও তঁহাকে বিশেষ করিয়া অনুরোধ করেন যেন তঁহার আগমন-বাৰ্ত্তা তাহার আত্মীয়-স্বজনের মধ্যে প্রচারিত না হয়। বন্ধু কিন্তু ঐ অনুরোধ রক্ষা না করিয়া গোপনে দত্তবাটীতে সংবাদ দিয়াছিলেন। শ্ৰবণ মাত্র দত্ত পরিবারের সকলে বন্ধুর গৃহে আসিয়া এক প্রকার জোর করিয়া সন্ন্যাসীকে আপন বাটীতে লইয়া গেলেন। সন্ন্যাসী প্রাঙ্গণে পদার্পণ করিবামাত্র বালক বিশ্বনাথ স্বাধুদৰ্শন করিবার জন্য দৌড়াইয়া আসিল, কিন্তু তিনি তঁহাকো-ক্ৰোড়ে। না লইয়া শুধু হস্তপ্রসারণ পূর্বক আশীৰ্বাদ করিলেন। বহুদিনের পর তাহার দর্শন পাইয়া সকলের আনন্দ উছলিয়া উঠিল। র্তাহারা আর ছাড়িয়া দিবেন না স্থির করিয়া সন্ন্যাসীকে এক গৃহে আবদ্ধ করিয়: রাখিলেন, এবং তাঁহাকে সংসারাশ্রমে পুনঃপ্রবেশ করিবার, জঙ্কি; রংবার অনুরোধ করিতে লাগিলেন। কিন্তু যে একবার স্বাধীনতা সুখ উপভোগ করিয়াছে সে কি আর পিঞ্জরাবদ্ধ হইতে চায়? সন্ন্যাসী