পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিমুলিয়ার দত্তবংশ Gł তিন দিবস চক্ষু নিমীলিত করিয়া জড়বৎ ঘরের এক কোণে বসিয়া রহিলেন। তিনি অনশনে প্ৰাণত্যাগ করবেন ভাবিয়া তাহার আত্মীয়বর্গ শঙ্কিত হইয়া উঠিলেন এবং গৃহদ্বার পূর্বের ন্যায় রুদ্ধ না রাখিয়া উন্মুক্ত করিয়া রাখিলেন। পরদিন দেখা গেল সন্ন্যাসী অন্তহিঁত श्वांछन । এ বিশাল জগতে আবার একা! সন্ন্যাসী চলিয়া গেলেন। স্ত্রীপুত্রের কথা কি ক্ষণিকের জন্যও মনে উদিত হইয়াছিন্ন ?'-কে বলিতে পারে ? তিনি পুত্ৰমুখ দেখিয়াছিলেন বটে, কিন্তু সে মুখ তাহার বৈরাগ্যদগ্ধ চিত্তপটে একটা ক্ষীণরেখাও আকিতে পারিয়াছিল কিনা সন্দেহ। বরং মনে হয় তিনি আর তখন শিশুটীকে পুত্ৰজ্ঞান না করিয়া জীবনের শ্রেষ্ঠ অৰ্ঘ্যরূপে বিশ্বপিতার চরণে উৎসর্গ করিয়া গিয়াছিলেন । আর স্ত্রী ?-সে পতিপ্ৰাণা স্বামি-বিরহিনীর দর্শন আর র্তাহার ভাগ্যে ঘটে নাই ! শুনিলেন এক বৎসর পূর্বে তিনি ইহলোক । ত্যাগ করিয়াছেন। .. ' ' ' . . ܦ মায়াবন্ধন ঘুচাইবার জন্য পরমেশ চরণে প্রার্থনা করিতে করিতে সন্ন্যাসী দ্রুত পদে গৃহ হইতে নিস্ক্রান্ত হইয়া গৈলেন। , ५ औश्न आंत्रू কেহ কখনও তাহার দর্শন পায় নাই ।