পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিতামাতার পরিচয়। পুত্র বিশ্বনাথ বয়ঃপ্ৰাপ্তির সহিত নানা ভাষায় সুপণ্ডিত হইয়া উঠিলেন এবং পূর্বপুরুষদিগের পন্থানুসরণ করতঃ আইনব্যবসায়ে প্রবিষ্ট হইলেন। তিনি হাইকোর্টে এটনীগিরি করিলেও শীঘ্রই এরূপ : প্রতিষ্ঠাভাজন হইয়া উঠিয়াছিলেন যে মফঃস্বল হইতেও তঁহার ডাক ‘जॉनिष्ठ । তিনি প্রখর বুদ্ধি ও মেধা বলে ব্যবহারশাস্ত্ৰ ব্যতীত অঙ্গািষ্ট শাস্ত্ৰেও সবিশেষ অধিকার লাভ করিয়াছিলেন। ইতিহাস পাঠে তঁাহার প্রবল অনুরাগ ছিল এবং বিভিন্ন জাতির উন্নতি অবনতির কারণানুসন্ধানে তিনি সাতিশয় কৌতুহল বোধ করিতেন) কিন্তু শুধু যে র্তাহার বিদ্যাবুদ্ধি জ্ঞান ও বহুদৰ্শিতা ছিল তাঁহা নহে। তিনি অতিশয় ভৌগপ্রিয়ও ছিলেন। তাহার মত ছিল সংসারে থাকিতে । হইলে বেশ ভালভাবেই থাকা উচিত। যদি সংসার করিতে চাও ত পুরুদস্তুরেই কর, প্ৰাণ ঢালিয়া কল্প, সব সাধ মিটাইম্ন সব আকাজক্ষার ; শেষ করিয়া সৰ্ববিষয়ে পরিতৃপ্তি লাভ করিয়া, ছােড়। :আরো, ঢালে,

    • খাওয়াও, রাজার হার্ল চলঞ্চল্গুষ্ঠাহীর চালচলন ও জীবনযাপািশ্বলীও था कि ऊँiशद्ध खिा ७ मार्डद्र अश्शiभी छिण। डिनिर्निशैनडॉल्कु

জীবনযাপন করিতে্যু: জানিতেন না। প্রচুর অর্থে পার্জন করিতেন? এবং ব্যয়ও করিতেন অকাতরে। তাহার বিস্তুর বন্ধু ছিল। ཚཐ་སྙི কম লোকই তাঁহার স্থায় সহজে আলাপ জমাইয়া লক্ট্রক্ত পারিক্ত ? vil সরাসপ্রাণ বিশ্বনাথ এই সকল বন্ধুবান্ধব लश्ा चकांश করিতে ও লোকজনকে খাওয়াইতে বড়-ভালবাসিতেন। डिईि निद