পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ, ο স্বামী বিবেকানন্দ ১ম খণ্ড । অনায়াসে নিৰ্বাহ করিয়াও সূচীকৰ্ম্মাদি শিল্পাভ্যাসের জন্য সময় করিয়া লাইতেন । তিনি রামায়ণ ও মহাভারত উত্তমরূপে পাঠ করিয়াছিলেন। এবং তদ্ব্যতীত স্বামী ও পুত্ৰগণের নিকট হইতে অনেক বিষয় মুখে মুখে শিখিয়া এরূপ জ্ঞান লাভ করিয়াছিলেন, যে তঁাহার সহিত কথোপকথনকালে তঁাহাকে বেশ শিক্ষিতা বলিয়াই বুঝা যাইত। র্তাহার ধারণাশক্তিও অতিশয় তীক্ষ ছিল। তিনি রাজরাণীর তুল্য * গরীরসী ও অতিশয় তেজস্বিনী ছিলেন-মিতভাষিণী, গম্ভীর প্রকৃতি,- ...অথচ ব্যবহারে অতি মিষ্ট। অন্য রমণীরা তঁহাকে দেখিয়া সসম্মানে ત્રણ ছাড়িয়া, দিতেন এবং তঁহার সহিত আলাপ করিতে বা তঁহার নিকটে থাকিতে পাইলে আপনাদিগকে ধন্য মনে করিতেন। । ভগবান তাহাকে চারিটীি কন্যা দিয়াছিলেন, কিন্তু তন্মধ্যে দুইটী ঠুমল্পবয়সে মৃত্যুমুখে পতিত হইয়াছিল, এবং পুত্ৰমুখ দর্শনে বঞ্চিত থাকায় তাহার মনে শান্তি ছিল না । দিনের পর দিন যাইতে লাগিল, তথাপি একটী পুত্ৰ হইল না । ভুবনেশ্বরী সকাল সন্ধ্যায় ইষ্ট-আরাধনার সময়ে দেবতার নিকট একান্ত চিত্তে প্ৰাণের বেদন জামাইতেন। .. ৮কাশীধামে তাহদের এক বৃদ্ধ আত্মীয়া ছিলেন। ভুবনেশ্বরী উঁহাকে পত্র লিখিলেন যেন: তিনি বংশরক্ষার্থ একটী পুত্রের ‘মানত? "Հ 送 ক্ষীণদৃষ্টিসাহায্যে প্রত্যহ ৮ধীরেশ্বর মন্দিরে গিয়া পূজা ও আঁউজ্জিত 墨 প্রার্থনা করিতে লাগিলেন। ভুবনেশ্বরী মাতা যথাসময়ে এ সংবাদ পাষ্ট্র 3. ફક

  • - দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, ভুবনেশ্বরীর মনে পুত্রগ্রাপ্তিত্বঃ আশা উত্তরোত্তর বৰ্দ্ধিত হইতে লাগিল। তিনি দিবারাত্র শিবধর্মের নিমগ্ন থাকিতেন। সহস্ৰ, সাংসারিক কৰ্ম্মেন্ত্র মধ্যে এক মুহূৰ্ত্তঞ্জ