পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ऊिाभाऊाझ °झिा5शू δΣ শিবচিন্তায় বিরত থাকিতেন না । দেবাদিদেব কি তাহার মনোবাঞ্ছা! পূর্ণ করিবেন না ? যিনি চিরদিন ভক্তের অভীষ্টফলদাতা, তিনি কি এ প্রার্থনা উপেক্ষা করিবেন ? ভুবনেশ্বরী প্ৰত্যহ শিবপূজা, শিবমূৰ্ত্তি ধ্যান ও শিবনামজপে তন্ময় হইয়া উঠিলেন। গৃহের সকলে বলাবলি করিতে লাগিল—তাহার মুখের কি অপূৰ্ব শোভা হইয়াছে, দেহ হইতে কি অপার্থিব জ্যোতিঃ নিঃসৃত হইতেছে। এই ভাবে বহুদিন অতীত হইল। একদিন ভুবনেশ্বরী মহাদেবের যোগীশ্বরমূৰ্ত্তির ধ্যান করিতে করিতে ক্ৰমশঃ গভীর ধ্যানে নিমগ্ন৷ হইলেন। সমস্ত দিন ঠাকুরঘরে কাটিয়া গেল। সন্ধাও উত্তীর্ণ হইয়া গেল। সেই দিন, রজনীযোগে ভুবনেশ্বরী এক অপূৰ্ব্ব স্বপ্ন, দেখিলেন। নিশ্চয়ই কোন এক শুভ মুহূৰ্ত্তে তাহার অন্তরের নিবেদন প্রভুর পাদপদ্মে পহুছিয়াছে, করুণানিলয় দেবাদিদেব তঁাহার প্রতি মুখ তুলিয়া চাহিয়াছেন, নতুবা এরূপ স্বপ্নের অর্থ কি ? ভুবনেশ্বরী দেখিলেন যেন যোগীন্দ্র শঙ্কর যোগনিদ্রা হইতে উত্থিত হইয়া পুত্ররূপে তাহার সম্মুখে উপস্থিত হইয়াছেন। সেই রাজতগিরিসারিত বরবাপু নয়ন ভরিয়া দেখিতে দেখিতে সহসা তাহার নিদ্ৰাভঙ্গ হইল। তিনি চমৎকৃত হইয়া उांदेिऊ লাগিলেন, “শিব । শিব! শিব ! এ কি স্বপ্ন না বিরাট সত্যজ্যোতিঃসাঙ্গুয়ের একটা তরঙ্গ ? কে বলিবে বিশ্বের कुथुन कि ভাবে ভক্তের মনােরথ পূর্ণ করেন! ❖ዶ;