পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামীজির জন্ম ও বাল্যকথা 8 (ሱ` ১. শৈশবে তাহার একটী প্ৰধান বিস্ময়ের বিষয় ছিল-কলিকাতা সহরের অসংখ্য গাড়ীর ঘর্ঘর শব্দ। গাড়ীর শব্দ শুনিলেই তিনি লুকাইয়া রাস্তায় বাহির হইয়া যাইতেন, আর অবাক হইয়া শকটশ্রেণীর প্রতি চাহিয়া থাকিতেন। গাড়ীওয়াল গাড়োয়ান তাহার চক্ষে একটা উচ্চশ্রেণীর জীব বলিয়া বোধ হইত। তাহারা কি সোজা লোক ! তাহাদিগকে কাহার না প্রয়োজন ? তঁাহার মনে হইত ‘হায়, যদি আমি অমনি করিয়া কোচাবাক্সে বসিয়া অশ্বযুগলের ত্ৰাসোৎপাদক চাবুক সপাৎ সপাৎ করিতে করিতে সহরের সমস্ত অজ্ঞাত প্রদেশ্নে ঘুরিয়া আসিতে পারিতাম !” . x একদিন গাড়ী করিয়া পিতামাতার সহিত বেড়াইতে গিয়াছেন ও মা’র ক্রোড়ে বসিয়া পিতাকে অসংখ্য সম্ভব অসম্ভব প্রশ্ন করিতেছেন, । এমন সময়ে পিতা জিজ্ঞাসা করিলেন ‘বিলে, তুই বড় হ’য়ে কি হবি; বল দেখি ? বালক ঝাঁটতি উত্তর করিল “সহিস কিংবা কচুয়ান!” সহিস বা কচুয়ান পদবী লাভ করাই যে মনুষ্যজীবনের সৰ্বোচ্চ আকাঙ্ক্ষা এ বিষয় বালকের বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এই উচ্চধারণার বশবৰ্ত্তী হইয়াই তিনি সদাসৰ্ব্বদা আস্তাবলে গিয়া দেখিতেন কে কি করিতেছে। সেইটাই তাহার প্রধান ऑष्ठांछिल१* নিরাত সেইখানেই থাকিতেন, আর ঘোড়াগুলিকে খুব ভাল বাসিতেন ; . . ছেলেবেলােয় রামায়ণের কথা শুনিয়া স্বামসীতার প্রতিষ্ঠাহার বিশেষ শ্ৰদ্ধা জন্মিয়াছিল। একদিন ঋষ্ট্ৰকুম্ভকছু পৃষ্ঠাসা যোগাড় : করিয়া রামসীতা মূৰ্ত্তি अनिम्र निर्व्यन शौन দোতলার ছাদের চিলের ঘরে । খিত্ব দিয়া দু’জনে ঠাকুর পূজায় লাগিয়া গেলেন। ঠাকুরের ভুমুখে