পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামীজির জন্ম ও বাল্যকথা St. শুনিয়াছিলেন, সীতারামের প্রেমের তুলনা নাই। সে প্রেম স্বৰ্গীয় সুষমামণ্ডিত-অপাের আনন্দময়। এখন সহিস . যে উণ্টা বলে ! যে বিবাহ করে তাহার, সুখ নাই! তিনি মহা সমস্যায় পড়িলেন, কিছু স্থির করিতে না পারিয়া সাশ্রনয়নে বাড়ীর ভিতরে গেলেন। এক কথায় তাহার বাল্যস্বপ্ন যেন চুর্ণ হইতে বসিল । তিনিঃ সীতারামের জন্য আন্তরিক দুঃখ বোধ করিতে লাগিলেন। পুত্রের চক্ষে জল দেখিয়া, মাতা কারণ জিজ্ঞাসা করিলে, বালক প্রথমে চুপ করিয়া রহিল—তারপর ফোপাইতে লাগিল। মা পুত্ৰকে কোলে লইলেন। বালক তখন একান্তে মায়ের বক্ষে মুখ- লুকাইয়। তাহার মনের দুঃখ খুলিয়া বলিল । মা সব শুনিয়া হাসিয়া বলিলেন “বিলে, ওতে আর কি হয়েছে ? তুই শিবপূজা কর।” সন্ধ্যার অন্ধকারো" বালক একাকী, ছাদের ঘরে উঠিয়া কিয়ৎক্ষণ নীিরবে রামসীতার মূৰ্ত্তিপানে চাহিয়া একটী দীর্ঘনিশ্বাস ফেলিল ঐ তাহার পর ধীরে ধীরে তাহা শতখণ্ডে চুৰ্ণ করিয়া · পার্শ্বস্থ রাস্তায় } ফেলিয়া দিল । . . . , "·" পরদিন বাজার হইতে একটী শিৱমূৰ্ত্তি আনিয়া রামসীতার আসনে বসাইল এবং আবার তাহার সম্মুখে চক্ষু মুদ্রিত করিয়া ধ্যানাভাসে । সন্ন্যাসী হইবার সাধ তাহাঁর শৈশব হইতেই ছিল। বালক এক তেছে । ] ম:বলিলেন। “এ কিরে ? বালক উল্লাসে চীৎকার করিয়া বলিল, “আমি "শিব হইয়াছিৰ্গিপ্রাচীনেরা রহস্যচ্ছলে বলিতেন ধ্যান করিলে মাথায় মুনি ঋষিদের মত দীর্ঘ জটা বাহির হয়, ও তাঁহা বটের