পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rb স্বামী বিবেকানন্দ - ya TVS হইবামাত্র নরেন্দ্র সেস্থান ত্যাগ করিয়া খেলা করিতে গেলেন। তঁহার পিতা মক্কেলাদিগের সহিত কথাবাৰ্ত্তা শেষ করিয়া তাহাদিগের সহিত সদর দরজা পৰ্য্যন্ত অগ্রসর হইয়াছেন সেই অবসরে নরেন্দ্ৰ কোথা হইতে ধা করিয়া বৈঠকখানা গৃহে প্ৰবেশ করিলেন ও সারি সারি যত হুকা, ছিল তাহার প্রত্যেকটীতে মুখ দিয়া এক একবার ভূড়ুক করিয়া টানিলেন। মুসলমানের হুকাটী একটু বেশী আগ্রহের সহিতই টানিলেন, কারণ উহাতে ক বড় “খোসবায়’ বাহির হইতেছিল। এরূপ করিবার একটা কারণ ছিল, তাহা, প্ৰকাশ করিয়া বলিতেছি। (জাতিভেদ্য জিনিষটা বালক নরেন্দ্রের নিকট বড় দুবোধ, বোধ হইত। একজন আর একজনের, সহিত খাইবে না কেন ? ভিন্ন জাতি হইলেই বা দোষ কি ? যদি জাতিভেদ না মানা যায় স্তু কি হয় ? আকাশটা কি মাথায় ভাঙ্গিয়া পড়ে না মানুষ মরিয়া যায়? বালবৃদ্ধ বশতঃ এইরূপ ভাবিতে ভাবিতে তিনি দ্রুতগতি সকল মস্কেলের হাঁকা হইতে ধূম উদগীরণ করিলেন। কিন্তু কই, তিনি ত মুরিয়া গেলেন না, বা পৃথিবীটা তো ভাঙ্গিয় তাহার ঘাড়ে পড়িলন্তু না । তিনি সবিস্ময়ে দেখিলেন সব জিনিষ আগেও যেমন ছিল এখনও তুেমূনি আছে। এমন সময় বিশ্বনাথুবাৰু আসিয়া পড়িলেন এবং পুত্রকে তদবস্থায় দেখিয়া জিজ্ঞাসা করিলেন “কি কচ্ছস্ রে?” পুত্ৰ-অম্লােবাির্টন উত্তর দিলেন “দেখছি জাত লৈ মানলে কি হয়? পিতা উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিলেন এবং ‘বটে। রে 感到 शुद्दृिशां तैज्ञ ধীরে নিজহপাঠগৃহে প্ৰবেশ করিলেন ; - * . . . " , लांडू 4 যখন উপরোক্ত মুসলমানটি অন্যান্য মক্কেলেরািসন্ধিত সম্রাট আকববের গুণগ্রাম পৰ্যালোচনায় গভীর ভাবে নিযুক্ত ছিলেন,* সেই সময়ে সহসা বিশ্বনাথ দত্তের বাটীতে এক মহা হুলস্থূল ব্যাপার সংঘটিত