পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষারম্ভ Q字 হইল। নরেন্দ্র অন্যান্য বালকের সহিত লুকোচুরি খেলিতে খেলিতে হঠাৎ পদখলিত হইয়া দোতলার সিড়ি হইতে গড়াইতে গড়াইতে নীচে আসিয়া পড়িয়াই অজ্ঞান হইয়া যান। তৎক্ষণাৎ ডাক্তার ডাকা হইল, অনেক যত্ন ও চেষ্টায় প্ৰায় এক ঘণ্টা পরে বালকের চৈতন্য হইল। পিতামাতা উভয়েই অত্যন্ত শঙ্কিত হইয়াছিলেন। কিন্তু এক ঘণ্টা পরে ডাক্তার বলিলেন যে আঘাত গুরুতর বটে, কিন্তু জীবনের কোন ভয় নাই। শুধু কপালের কিয়দংশ কাটিয়া গিয়াছিল। তাহার ফলে আজীবন স্বামীজির দক্ষিণ চক্ষুর ঠিক উপরিভাগে একটা দাগ ছিল। পরমহংসদেব বলিতেন। ‘যদি সেদিন ওই রকমে ওর শক্তি না ক’মে যেত, তাহ’লে ওযে পৃথিবীটা একেবারে ওলট-পালট ক’রে ফেলতো !? পূৰ্ব্বে বলিয়াছি অতি শৈশব হইতেই কৃত্তিবাসী রামায়ণ র্তাহার কণ্ঠস্থ হইয়া গিয়াছিল এবং বিদ্যালয়ে প্রবিষ্ট হইবার পূর্বে তাহার বয়ঃক্রমের তুলনায় তিনি যথেষ্ট বঙ্গালী বিদ্যা আয়ত্ত করিয়া ফেলিয়া- ২ ছিলেন । বাল্যকাল হইতেই তিনি আবার সঙ্গীতেরও ভক্ত ছিলেন। সুতরাং যখন ভিখারী গায়কদল খোল বাজাইতে: বাজাইতে গৃহদ্বারে আসিয়া ভিক্ষা চাহিত ও গান গাহিত তখন তিনি। উৎকৰ্ণ হইয়া তাহাদের সঙ্গীত শ্রবণ করিতেন। একবার তাঁহাদের বাটর সন্নিকটে একস্থানে ঐ রূপ একদল রামায়ণ-গায়ক’ পালা বিশেষ গাহিতে গাহিতে কয়েকটি পদ । त्रेिंड হইয়া অশুদ্ধভাবে গাহিতেছিল দেখিয়া তিনি তৎক্ষণাৎ সে পদগুলি বিশুদ্ধভাবে আবৃত্তি করিয়া তাহদের নিকট হইতে বিশেষ সমাদর ও কিঞ্চিৎ মিষ্টান্ন লাভ করিয়াছিলেন। : স্বামিজী যে বাল্যকালেই রামায়ণের শ্লোক ও পদের সহিত এত ঘনিষ্ঠভাবে পরিচিত হইয়াছিলেন ইহাতে আশ্চৰ্য্য হইবার কিছুই नiहैं। শৈশবে তিনি যেখানেই রামায়ণগান হইত, শুনিতে वॉरेऊन,..'