পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి স্বামী বিবেকানন্দ SAN IN করিয়াছিলেন এবং সেই সঙ্গে রামায়ণ মহাভারতের গল্পও শুনিয় শিখিয়াছিলেন। এই গল্প শ্রবণের ফলেই তিনি পরে একজন উত্তম গল্পকথক হইয়াছিলেন । প্রথম প্রথম তিনি ইজের পরিয়া স্কুলে যাইতেন এবং অস্থিরতা বশতঃ প্ৰত্যহই উহার কিয়দংশ ছিন্নাবস্থা প্ৰাপ্ত হইত। তিনি বাল্যকালে এত অস্থির ছিলেন যে, কখনও বেঞ্চে স্থির হইয়া বসিতে পারিতেন না। দাঁড়ান ও বসার মাঝামাঝি যত রকম উপায়ে শরীরকে রাখা যাইতে পারে তাহারই কোন না কোন একটা ভঙ্গীতে র্তাহাকে সর্বদা দেখিতে পাওয়া যাইত। কিন্তু সৰ্ব্ববিধয়ে তিনি পূর্ণ মাত্রায় বালক ছিলেন । খেলিবার সময় খেলায় অত্যন্ত এত মত্ত হহঁতেন যে, সে সময়ে অন্য কোন বিষয় আর চিত্তে স্থান পাইত না । মাৰ্বল খেলা, ছুটাছুট, হুটোপাট, লাফান ও ঘুসো নুসি এইগুলি তাহার সর্বাপেক্ষা প্রিয় ছিল। এ সকল বিষয়ে তিনি সকলের অগ্রণী ছিলেন এবং প্রত্যহ পরদিন কি কি খেলার ‘প্রোগ্রাম’ হইবে তাহার ব্যবস্থা করিতেন। বালকদিগের মধ্যে বিবাদ উপস্থিত হইলে তঁহাকেই সকলে মধ্যস্থ মানিত। তিনি নিজে বিবাদ বিসংবাদ আদৌ পছন্দ করিতেন না, বিশেষতঃ যাহারা ক্রীড়ার নিত্যসঙ্গী তাহাদিগের মধ্যে মারামারি উপস্থিত হইলে বিশেষ বিরক্ত হইতেন। शनि क्श्न७ ঐশ্নরূপ দুৰ্ঘটনা উপস্থিত হইত। তবে নিজে প্রতিপক্ষদ্বন্ধের ধুমধাস্থলে চুটিয়া গিয়া উভয়কে পৃথক্ করিয়া দিতেন। সময়ে সময়ে ঐক্কপ করিতে যাইয়া নিজেকেও দু এক ঘা প্রহার সহ্য করিতে হইত, কিন্তু এই অল্প বয়সেই তিনি মুষ্টিফুেদ্ধ বিশেষরূপ পারদর্শী হইয়াছিলেন, সুতরাং সহজেই সকলকে স্বমতে আনিতে বাধ্য করিতেন। তিনি নিজে শিষ্যদের বলিতেন, “ছেলেবেলায় আমি বড় ডানপিঠে ছিলুম,