পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V8 স্বামী বিবেকানন্দ ১ম খণ্ড) বা আহত হইতে, দেখিতেন তাহা হইলে তখনই ক্ৰীড়া বন্ধ রাখিয়া তাহার পরিচর্য্যায় নিযুক্ত হইতেন। একবার তিনি ফুড়ি পাঁচিশ জন বালককে সঙ্গে লইয়া গড়ের মাঠে কেল্লা দেখিতে যাত্রা করেন। তাহাদের মধ্যে একজন কিছু অসুস্থ বোধ করিতেছিল, কিন্তু বালকগণ সত্য সত্যই যে তাহার কোন পীড়া হইয়াছে তাহা বিশ্বাস

  • না করিয়া তাহাকে লইয়া নানা ঠাট্ট বিন্দ্রপ করিতে করিতে গন্তব্য

পথে অগ্রসর হইতেছিল। সে বালকটী। কিন্তু ক্রমশঃই ক্ষীণশক্তি ও পশ্চাদ্বন্ত্ৰী হইয়া পড়িতেছিল। স্বামীজিও অন্যান্য বালকগণের ন্যায় কলহান্তে গগন বিদীর্ণ করিতে করিতে সকলের অগ্ৰে অগ্ৰে যাইতেছিলেন, সহসা তঁহার মনে হইল হয়ত পিছনের বালকটি সত্যই পীড়িত হইয়া পড়িয়াছে; অমনি তিনি ফিরিলেন। কিঞ্চিৎ দূর আসিয়াই দেখিলেন বালকটি পথের ধারে বসিয়া পড়িয়াছে ও প্রবল জ্বরে তাহার সর্বাঙ্গ থর থর করিয়া কঁাপিতেছে। তখন তিনি ধরাধরি করিয়া তাহাকে একখানি গাড়ীতে চাপাইয়া স্বয়ং তাহার গৃহে তাহাকে পৌছাইয়া দিয়া আসিলেন । এই গুণেই বালকেরা এত সহজে তাহার বশীভুত হইয়াছিল এবং সৰ্ব্ববিষয়ে তাহার পশ্চাদনুসরণ এই সময়েই আর এক দিবস তিনি একটি বালক ও তাঁহার মাতাকে বিষম দুৰ্ঘটনা হইতে রক্ষা করেন। একখানি গাড়ী ফুষ্ঠাৎ তাহাঞিগের উপর আসিয়া পড়ায় তাহারা কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়া “পডুিয়াছিল, কিন্তু, স্বামীজি ক্ষিপ্ৰগতিতে একহস্তে বালকটিকে ধরিয়া টানিলেন ও অপর হস্তে তাহার মাতাকে ধরিয়া ফেলিলেন। এইরূপে উভয়েই আসন্ন বিপদ হইতে রক্ষা পাইয়া তাহাকে শত সহস্র ধন্যবাদ দিতে দিতে । চলিয়া গেল ।