পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दिछांडाश SS বৃক্ষ হইতে দোল খাইতে দেখিয়া তিনি তাহাকে ডাকিয়া বলিলেন“তুমি ছোকরা বুঝি সমস্তদিন বাড়ী বাড়ী ঘুরে এই রকম করে খেলিয়ে বেড়াও! কখন পড়াশুনা কর কি ?” নরেন্দ্ৰ বলিলেন “আজ্ঞে হাঁ, আমি দুই-ই করি।--খেলি, আবার পড়িও ।” তখন পরীক্ষা আরম্ভ হইল-ভূগোল, অঙ্ক, কবিতা-আবৃত্তি সব বিষয়ের পরীক্ষণ । হইল। নরেন্দ্র চট্টপাট সব জিনিষের উত্তর দিলেন। পরীক্ষকভদ্রলোকটি অত্যন্ত খুন্সী হইয়া বলিলেন ‘বটে’ ? বেশ্ব বেশ-আচ্ছঃ তোমায় দেখে কে ? তােমার বাপ ত লাহােরে।” . নরেন্দ্র উত্তর করিলেন ‘হঁ, বাবা লাহোরে আছেন , বটে, কিন্তু মা ত এখানে আছেন। তিনিই আমায় যা যা ক’রতে হবে ব’লে দেন, আর আমি নিজেই পড়ি।” ভদ্রলোকটি প্রকাশ্যে আর অধিক কিছু রলিলেন না, কিন্তু মনে মনে বলিলেন ‘হী, তুমি কালে নিশ্চয়ই উন্নতি করবে। আমি প্রাণভরে তোমায় আশীৰ্ব্বাদ করছি।’ তাহার পর হইতে তিনি বরাবর নরেন্দ্রের খোঁজ খবর রাখিতেন ও বিশেষ আগ্রহের সহিত র্তাহার জীবনের গতিবিধি লক্ষ্য করিতেন। কেৰ। স্বামীজির যখন সাত আট বৎসর বয়স তখনকার গ্রুঞ্জ *ç র্তাহার সাহসের খুব পরিচয় পাওয়া যায়। ༦༥ཚོ་ ঐ সময়ে একদিন তিনি কয়েকজন সহপাঠীকে মঙ্গে লইয়া মেটেবুরুজ লক্ষ্মেী এর ভূতপূৰ্ব্ব নবাব ওয়াজিদ আলি সা’র পশুশালা। দেখিবার জন্য চাদপাল ঘাট হইতে নৌকারোহন করেন। ফিরিবার সময় একজনের শরীর অসুস্থ হওয়ায় নৌকার মধ্যে বমি করিয়া অঙ্ক কাহারও দ্বারা উহা পরিষ্কার করাইয়া লইতে বলে এবং তৎপরিবৰ্ত্তে, వ్యక్లి