পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8o স্বামী বিবেকানন্দ । »¥ ጝY®. দ্বিগুণ ভাড়া দিতে প্ৰতিশ্রুত হয়। মাঝি তাহাতে অসম্মত হইয়া পুনঃ পুনঃ তাহাদিগকে উহা সাফ করিবার জন্য অনুযোগ করিতে থাকে এবং বালকেরা উহা অস্বীকার করায় তাহাদিগকে গালিগালাজ ও নানাবিধ কটুক্তি করিতে থাকে এবং অবশেষে ঘাটের কাছে আসিয়া উহা সাফ না করিলে নৌকা ঘাটে লাগাইবে না এইরূপ ভয় প্ৰদৰ্শন করে। তখন বাচসা হহঁতে হহঁতে ক্রমে উভয় প্ৰক্ষে হাতাহাতির উপক্রম হইল এবং ঘাটে যত নৌকার মাঝি ছিল সকলে মিলিত হইয়া বালকদিগকে প্ৰহার করিবার উদ্যোগ করিল। বালকের মহা বিপদে পড়িয়া কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইল। নরেন্দ্রনাথ তাহাদিগের মধ্যে সর্বাপেক্ষ বয়ঃকনিষ্ঠ ছিলেন, তিনি ইত্যবসরে যেই নৌকাখানি একটু ঘুরিয়াছে অমনি মস্ত এক লাফ দিয়া তীরে উত্তীর্ণ হইলেন এবং কি করা যায় ভাবিতে ভাবিতে দেখিলেন? দুরে দুইজন শ্বেতকায় পুরুষ বায়ুসেবনাৰ্থ ময়দানের দিকে চলিয়াছে। অমনি তিনি ছুটিতে ছুটিতে তাহদের নিকটে গিয়া ভাঙ্গা ইংরাজীতে আপনাদের অবস্থা জানাইলেন। ঐ দুই ব্যক্তি পলটনের গোরা, তখন তাহারা তত প্ৰকৃতিস্থ ছিল না, মদ্যপান করিয়া টালিতে টলিতে আসিতেছিল। কিন্তু নরেন্দ্রের সরল বিশ্বাস ও সাহস দর্শনে তাহারা छ्छेखि তঁহাকে অভয় দিয়া বলিল-“All right my boy all right my boy, don't you worry.' নরেন্দ্ৰ তাহার ক্ষুদ্ৰ হন্তে তাহাদের একজনের হস্তধারণ করিয়া তাহার অসংযত পদবিক্ষেপ যথাপথে পরিচালনে সাহায্য করিয়া নৌকার নিকট উপস্থিত হইলেন। মাঝিমাল্লা ও বালকেরা সকলেই অবাকৃ। একে সাহেব, “তায় গোয়া, তায় মাতাল! মাঝিরা ত তাদের দর্শনমাত্রেই ভীত হইয়া পড়িলু তারপর যখন তাহারা হস্তস্থিত বেত উঠাইয়া বজ্ৰকণ্ঠে বলিল “শ্লেষ্ট