পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যালয়ে 8Ꮼ" কিন্তু কেহই তাহাদিগকে সাহায্য করিতে অগ্রসর হইতেছিল না। জনতার মধ্যে একজন বলবান ইংরাজ ‘সেলার’কে দণ্ডায়মান দেখিয়া নরেন্দ্রনাথ সাহায্য করিবার জন্য তাহাকে অনুরোধ করিলেন। সেও তাহাতে সানন্দে সম্মত হইয়া বালকদিগের সহিত যোগদান করিল। তখন দড়ি বাধিয়া বালকের ট্রাপিজের শীর্ষদেশ টানিয়া উত্তলন করিতে? লাগিলেন এবং সাহেব উহার পদদ্বয় গৰ্ত্তমধ্যে ধীরে ধীরে প্রবিষ্ট করাইতে । সহায়তা করিতে লাগিল। ঐ রূপে কাৰ্য্য বেশ অগ্রসর হইতেছে এমন । সময়ে দড়ি ছিড়িয়া ট্রাপিজের দারুময় শরীর পুনরায় ভূতলশায়ী হইল । এবং উহার এক পদ সহসা উঠিয়া পড়ায় সাহেবের কপালে বিষম আঘাত লাগিয়া সে প্রায় সংজ্ঞা শুন্য হইয়া পড়িয়া গেল। সাহেবকে অচৈতন্য ও তাহার ক্ষতস্থান হইতে অনর্গল রুধিরাম্রাব হইতেছে দেখিয়া, যে যে দিকে পারিল পলায়ন করিল। কেবল নরেন্দ্রনাথ ও র্তাহার দুই এক জন বিশেষ ঘনিষ্ঠ সঙ্গী ঘটনাস্থলে উপস্থিত থাকিয়া বিপদ হইতে উদ্ধারের উপায় উদ্ভাবনে মনোনিবেশ করিলেন। নরেন্দ্রনাথ নিজের বস্ত্র ছিন্ন ও আর্দ করিয়া সাহেবের ক্ষতস্থান বাঁধিয়া দিলেন এবং তঁহার মুখে জলসেচন ও ব্যজন করিয়া তাঁহার চৈতন্যসম্পাদনে? যত্ন করিতে লাগিলেন। অনন্তর সাহেবের চৈতন্য হইলে তাহাকে ধরাধরি করিয়া সম্মুখস্থ ‘ষ্ট্রেণিঃ একাডেমি' নামক স্কুলগৃহের অভ্যন্তরে লইয়া যাইয়া শয়ন করাইয়া নবগোপাল বাবুকে শীঘ্র একজন "ডাক্তার লইয়া আসিবার নিমিত্ত সংক্ৰািন্ধ প্রেরিত হইল। ডাক্তার আসিলেন এবং পরীক্ষা করিয়া বলিলেন্ট আঘাত সাংঘাতিক নহে, একসপ্তাহের শুশ্রুষায় সাহেব আরোগ্য হইবে। নরেন্দ্রনাথের শুশ্রুষায় এবং ঔষধ ও পথ্যাদির সহায়ে সাহেব ঐ ক্লালের মধ্যেই সুস্থ হইল। তখন পল্লীর কয়েকজন সন্ধান্তু "ব্যক্তির নিকট চাঁদা সংগ্রহপূর্বক সাহেবকে কিঞ্চিৎ পাথেয়।