পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 স্বামী বিবেকানন্দ Sሻ ቐv€g তিনি আবাল্য এরূপ আত্মনির্ভরশীল ছিলেন যে, বুদ্ধিবৃত্তিতে কাহারও অপেক্ষা নিজেকে হীন মনে করিতেন না। তিনি যত বড়ই পণ্ডিত, জ্ঞানী, বয়োবৃদ্ধ বা সম্মানাহঁ হউন না কেন বালক নরেন্দ্ৰকে অগ্রাহা করিবার যো ছিল না। যদি কেহ কখনও বালক ভাবিয়া র্তাহাকে উপেক্ষা করিতেন। তবে আর তঁহার নিস্তার ছিল না ।” * "একবার তঁহার পিতার একজন বহুদিনের বন্ধু কোন এক বিষয়ে তাহাকে উপহাস করিয়া ঈষৎ অবহেলার ভাব দেখাইয়া ছিলেন। তিনি ইহাতে সে ব্যক্তির উপর চটিয়া গিয়া ভাবিতে থাকেন। “কি আশ্চৰ্য্য! আমার পিতা আমাকে তুচ্ছ জ্ঞান করেন না, আর এ লোকটা আমায় তুচ্ছ জ্ঞান করে!” তেজে অগ্নিস্ফুলিঙ্গবৎ হইয়া তিনি তৎক্ষণাৎ সেন্টু ব্যক্তিকে সম্বোধন করিয়া বলিয়াছিলেন আপনার ;* jभङ कङक७शैिं লোক আছেন। যাদের ধারণা বয়স কম হইলে বুঝি * বুদ্ধি বিবেচনাও কম হয়; এটা কিন্তু নিতান্ত স্পৰ্দ্ধা ছাড়া আর কিছু নয়।” তিনি এতপাঁচটিয়া গিয়াছিলুেন-” যে, ঐ ব্যক্তি তাহার নিকট ক্ষমা প্রার্থনা না করা পৰ্যন্ত আর তাহার সহিত স্বাক্ষালাপ न नाझें ॥) , ' ' * శీ,', 恕 এইরূপে বয়সে সুকুমার হইলেও বুদ্ধি ও শিক্ষায়ু, নরেন্দ্রনাথ निन ग्निम প্ৰবীণত্ব লাভ করিতেছিলেন। , , দুই বৎসর রায়পুরে যাপন করিয়া বিশ্বনােৰ্থবাৰু সপরিবারে কলিকাতায় প্রত্যাবর্তন করিলেন। নরেন্দ্র তখন ঝুৰ্বাংশে পরিবর্তিত হইয়া উঠিছেন। নিজের প্রতি তখন তাহার বেশ শ্রদ্ধা জন্মিয়াছে, শরীর বেশ পুষ্ট ও সবল হইয়াছে এবং সমবয়স্কদিগের তুলনায় যথেষ্ট জ্ঞান বৃদ্ধি হইয়াছে। কিন্তু দুই বৎসর বাহিরে বাহিরে থাকায় ক্ষন্ত্রেী