পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যজীবনের শেষ কথা GS. কাহারও নিকট র্তাহার লজ্জা বা সঙ্কোচ ছিল না। যে বাটীতে যাইতেন তাহাই যেন তার নিজের বাটী। এইরূপে আবালবৃদ্ধবনিতা সকলেই তঁহাকে ভালবাসিতেন, স্নেহ করিতেন এবং তিনিও নিকট আত্মীয় জ্ঞানে তঁহাদিগের সহিত সরল হাস্যালাপ করিতেন, আবার তাহদের ব্যথার ব্যর্থী হইয়া বিপদে সাহায্য ও সাস্তুনা দান করিতেন । গল্পবর্ণনায় তাহার সমকক্ষ কেহ ছিল না। “আলিবাবা ও চল্লিশ জন দাসু’ বা ঐরকম একটা অদ্ভুত রোমাঞ্চকর গল্প বর্ণনা করিয়া কল্পনাপ্রবণ বাল্যাসখাদিগের সরল প্ৰাণে কৌতুহলের তুফান সৃষ্টি করা তঁহার পক্ষে অতি সহজ ছিল । বাস্তবিক তিনি সর্ববিষয়ে চূড়ান্ত বালক ছিলেন। সহৃদয় তেজস্বী, প্রখরবুদ্ধি ও উচ্চাকাঙ্ক্ষাপরায়ণ,-খেলা ধূলা আমোদ প্রমোদে উন্মুক্ত,- } যে কোন নূতন বিষয় দেখিবার ও শুনিবার জন্য ব্যগ্ৰ এবংষ্ট্রয় কোন : বাধা বিস্ত্র অতিক্রমে উৎসাহশীল ও উদ্যোগী। এবিষয়ে তিনি আমাদের | দেশের সাধারণ বালকদিগের মত ‘মুখবােজা ভালুমানুষ’টি বা ‘সাতচড়ে কথা কুয়না” “ন’ড়ে ভোলা’ গোছের ছিলেন না। ঠিক সাহেবদের ছেলের মত,-কৰ্ম্মক্ষম, চঞ্চল, দৃঢ়প্ৰঙিঞ্জ এবং দীপ্ত হুতাশ্বনের মন্ত তেজঃপূর্ণ।