তামাকের গুণাগুণ । b・○。 উত্তেজনা বশতঃ মস্তিষ্কের উত্তেজনা ও রক্তসঞ্চালনের বৃদ্ধি এবং মানসিক স্ফৰ্ত্তির বৃদ্ধি হয়। বালক বালিকাদের পক্ষে তাঙ্গুল অনিষ্টকর । আহারান্তে তামাক সেবনের প্রথাও বহুকাল হইতে প্রচলিত। তামাকে নিকোটান (nicotine) নামক ভয়ানক বিষ রহিয়াছে। তামাক অবসাদক ; অধিক ব্যবহারে হাটের দুর্বলতা, নাড়ীর অনিয়মিত গতি (intermittence), ও চক্ষুর তেজোহীনতা জন্মে। অভ্যাসবশতঃ এই সব ব্যতিক্রম লক্ষিত হয় না । অগ্নি সংযোগে তামাকের নিকোটান বিনষ্ট হয় বটে, কিন্তু তত্ত্ব ল্য তিনটী বিষ উৎপন্ন হয়। ডাক্তার ব্ৰণ্টন বলেন চুরাটে তামাকের বিষ সৰ্ব্বাপেক্ষা অধিক থাকে । অনভ্যস্ত ব্যক্তির তামাক সেবনে বীমনেচ্ছা, মস্তক ঘূর্ণন ও সংজ্ঞাহীনতা হয়। এক ব্যক্তির হুকা বা চুরট অন্য ব্যক্তি কর্তৃক ব্যবহৃত হয় বলিয়া নানাপ্রকার রোগ সংক্রামিত হইতে পারে। প্রাকৃটিশনার ifa (Fig. (The Practitioner, December, 1895) \sist3 Gigi Gift's এঞ্জাইনা পেক্টরিস্ (angina pectoris ) রোগের কতিপয় দৃষ্টান্ত উল্লিখিত হইয়াছে। একটী চতুৰ্দশবর্ষীয় বালকের নাকি অতিরিক্ত ধূমপান বশতঃ এম্বায়োপিয়া (amblyopia) বা অন্ধতা, ভার্টিগো। (vertigo) বা মস্তক ঘুর্ণন, অরা (aura) বা এপিলেপিসি প্রভৃতির পূর্ব লক্ষণ হার্টের উপরে ব্যথা ও অপ্রেশন (oppression) বা চাপ বোধ এবং অবশেষে সংজ্ঞালোপ হইয়াছিল। কলিকাতার কোন আফিসের একজন সুস্থাকায় বাবু চুরট টানিতে টানিতে অকস্মাৎ অচেতন হইয়া পড়েন এবং অবশেষে পক্ষাঘাত রোগে আক্রান্ত হন। এত বিপদের সম্ভাবনা থাকিতে একটি অপ্রয়োজনীয় অভ্যাসের দাস হওয়া কোন ক্রমেই উচিত নয় ।
পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।