পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সব সায়েল ওয়াটার। SG উত্তাপিত হইলে বায়ু ভূগর্ভ হইতে উদ্ধে উখিত হয়। বৃষ্টির পর ভূগর্ভস্থ জল বৰ্দ্ধিত, সুতরাং ভূগর্ভস্থ বায়ু উখিত হয়। নুতন ভরাট স্থানে নিৰ্ম্মিত গৃহের বায়ু এইরূপে দুষিত হয়। সব সয়েল এয়ারের উত্থান নিবারণ করিতে হইলে গৃহভিত্তি ইষ্টক ও সিমেন্ট প্রভৃতি দ্বারা আবৃত, কিম্বা খিলান বা স্তম্ভের উপরে উত্তোলিত করা এবং সব সয়েল ওয়াটার নিঃসরণের ব্যবস্থা করা উচিত । দ্বিতীয় পরিচ্ছেদ । rq rect vestigis (Sub-soil water) সব সায়েল ওয়াটার কোথাও বা ভূমির ২/৩ ফুট নিম্নে এবং কোথাও বা ২/৩ শত ফুট নিয়ে থাকে। কলিকাতা-ভূমির ৫-১৫ ফুট নিম্নে জল। এই জল গতিশীল। ভূমির কঠিনতা, ঢালুতা ও বৃক্ষাচ্ছন্নতার উপর এই গতি নির্ভর করে। সচ্ছিদ্র (porous) ঢালু এবং বৃক্ষহীন ভূমির মধ্যস্থ জল অধিক গতিশীল। বৃক্ষমূলের আকর্ষণ বশতঃ জলের গতি মন্দীভূত হয়। বৃষ্টিপাতের আধিক্য,নিকটস্থ নদী নালায় জলের বৃদ্ধি এবং ভৌমজল নিকাশের অবরোধ হেতু সব সয়েল ওয়াটারের বৃদ্ধি হইয়া থাকে। সব সয়েল ওয়াটার ভূমির কত নীচে তাহ সাধারণতঃ কুপের গভীরতা অনুসারে নিৰ্দ্ধিারিত হয়। ভূমির জলশোষণশক্তি, এবং বৃষ্টিপাতের ও সব সয়েল ওয়াটারের পরিমাণের উপর ভূমির আদ্রতা নির্ভর করে। গ্রেনাইট (Granite) প্রস্তর ও চূণ প্রস্তর প্রভৃতি ইস্পামিয়েবল ri(xci (impermeable soil) { অভেদ্য ভূমি জল শোষণ শক্তির অভাব বশতঃ প্রায় শুষ্ক থাকে ; কিন্তু চক (chalk) ও বালু প্রভৃতি পামিয়েবল raci (permeable soil) < ভেদ্য ভূমি, শোষণাধিক্যবশতঃ সৰ্ব্বদা আদ্র থাকে। পামিয়েবল সয়েল যে কেবল বৃষ্টি-জল শোষণ বশতঃ সিক্ত হয় তাহা নহে; কিন্তু ক্যাপিলারি