Nò RR স্বাস্থ্যবিজ্ঞান । প্রস্তর-খননকারীদের মৃত্যু a Q 8 N9.9) No ফিরিওয়ালাদের 鳗 ● 鲁 No. 7 হোটেলের ভূত্যদের , V). y অল্পায়ুর কারণ সপ্তবিধ :- (১) বক্ষঃস্থল প্রভৃতির কুঞ্চন বশতঃ ফুসফুস ও হাটের ক্রিয়ার ব্যাঘ্যাত-এই কারণ বশতঃ তন্তুবায়, দরজী প্রভৃতির আয়ুর 要t可弯硕1 (২) ফসফরাস, পারদ, সীসা প্রভৃতি বিষ ও আস্থাত্ম প্রভৃতি রোগ বিষ-দূষিত পশম ইত্যাদির সংস্পৰ্শ-যাহারা : লুসিফার দেশলাই ও দর্পণ প্ৰস্তুত করে, সীসার নল বসায়, মুদ্রাঙ্কন করে অথবা পশম বিক্রয় করে, তাহাদের এই সমুদয় কারণবশতঃ নানাপ্রকার রোগ হয় । (৩) দূষিত বায়ু সেবন-মুক্তবায়ুসেবী ধীবর ও কৃষকের তুলনায় রুদ্ধবায়ুসেবী দরজীর থাইসিস রোগে ও অন্য প্রকার ফুসফুস রোগে মৃত্যু দ্বিগুণ, মুদ্রাকারের মৃত্যু ত্ৰিগুণ, তুলাকণা-পুরিত-বায়ুসেবী তুলা ব্যবসায়ীর মৃত্যু প্রায় ত্ৰিগুণ, ধাতুকণা-পুরিত-বায়ুসেবী ফাইলনিৰ্ম্মাতার মৃত্যু চতুগুণি, মৃৎকণা-দুষিত-বায়ুসেবী কুম্ভকারের মৃত্যু ৫* গুণ, ও কর্ণিস (Cornish) প্রস্তর খনকদের মৃত্যু ৫ষ্ট্র গুণ । (৪) মদ্যপান-অন্য ব্যবসায়ীর তুলনায় মদ্য ব্যবসায়ীদের আত্মহত্যায় ও স্বায়বীয় রোগে মৃত্যু দ্বিগুণ, গাউটে মৃত্যু চতুগুণ এবং লিভার রোগে ছয়গুণ। সুরাপান রাত্ৰিজাগরণ প্রভৃতি কারণে হোটেলের ভূত্যদের মৃত্যু ংখ্যা সর্বাপেক্ষা অধিক । (৫) অপঘাত মৃত্যু-সৈন্য, ধীবর, শঙ্কটবান প্রভৃতির প্রায় অপঘাতে মৃত্যু হইয়া থাকে । (৬) অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রম-যে সমুদয় কুলির কাৰ্য্য অতিশয় ভারি বোঝা বহন করা, তাহদের হাৰ্ণিয়া প্রভৃতি রোগ হয়। উকীলদের মৃত্যু ধৰ্ম্মযাজকদের দেড় গুণ, এবং ডাক্তারদের মৃত্যু
পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।