কলেরার টীকা । Σ8 Ο বৰ্ত্তন হয় ; সুতরাং ঐ স্থান হইতে গৃহীত বীজ বিশুদ্ধ ও এক প্রকার গুণবিশিষ্ট হইতে পারে না । অধ্যাপক হাফকিন গিনি পিগের ষ্টমাকে কম। ব্যাসিলাস ইঞ্জেক্ট না করিয়া পেরিটি নিয়েল ক্যাভিটিতে (peritoneal cavity) ইঞ্জেক্ট করিয়া বিশুদ্ধ বীজ প্ৰস্তুত করেন । ১৮৮৯ সালে তিনি গবেষণায় প্রবৃত্ত হন। হাফকিনের কলের টীকা বুঝিতে হইলে নিম্নলিখিত বিষয়গুলি হৃদয়ঙ্গম করা আবশ্যক। :-(১) কলেরা সেপটিসিমিয়া (septicaemia) নাহে, কিন্তু ইণ্টক্সিকেশন (intoxication) ; অর্থাৎ কমা ব্যাসিলাস রোগীর রক্তে উৎপন্ন হয় না, কিন্তু ঐ ব্যাসিলাসের টক্সিন (toxin) রক্তে সঞ্চারিত হইয়া রোগ উৎপাদন করে। সুতরাং দেহকে টক্সিন বিনষ্ট করিবার শক্তি প্ৰদান করা উচিত । (২) সকলেরই অল্প পরিমাণ দেহপ্রবিষ্ট কলেরাবিষ বিনাশ করিবার শক্তি বা রেজিসটং sitS33 (resisting power) eigh হয়। সুতরাং অল্প পরিমাণ বিষ দেহপ্রবিষ্ট করাইয়া এই রেজিসটং পাওয়ার বদ্ধিত করা যাইতে পারে। প্রথমতঃ অল্প পরিমাণ কলেরা বিষ সহাইয়া পরে অধিক পরিমাণ বিষ সহাইতে হয়। (৩) বায়ু প্রবাহে (aeration) ও ৩৯” সেণ্টিগ্রেড তাপে (১০২".২F) কমা ব্যাসিলাসের তেজখৰ্ব্বতা বা এটেনুয়েit (attenuation) & এইরূপ খৰ্ব্বতেজ বিষকে এটেনুয়েটেড ভায়রাস (attenuated virus) কহে। (৪) গিনি পিগের পেরিটোনিয়েল ক্যাভিটিতে কমা ব্যাসিলাস ইঞ্জেক্ট করিলে সাধারণতঃ ২৪ ঘণ্টার মধ্যে ইহার মৃত্যু হয় ; এবং ইহার পেরিটােনিয়েল ফ্রাইডে (peritoneal fluid) কম ব্যাসিলাস রাশি রাশি উৎপন্ন হয়। ঐ ফুইড অন্য গিনি-পিগের পেরিটােনিয়েল ক্যাভিটিতে ইঞ্জেক্ট করিলে ইহার মৃত্যু আরও শীঘ্ৰ হয়। এইরূপ ২০/৩০টা গিনিপিগের পেরিটােনিয়মে পৰ্য্যায়ক্রমে কম ব্যাসিলাসপূর্ণ ফ্লাইড ইঞ্জেক্ট করিলে কম ব্যাসিলাসের তেজ অত্যন্ত বৰ্দ্ধিত বা বা একৃজন্টেড (exalted) হয়। এই বীজকে একৃজল টেড wi: Siri (exalted virus) K (& &tifa অল্পমাত্রাবিশিষ্ট এটেনুয়েটেড ভায়রাস কে ফাষ্ট ভ্যাকৃদীিন (first vaccine), এবং অধিকমাত্রাবিশিষ্ট ঐ ভায়রাস কে সেকেণ্ড ভ্যাক্সীন (second vaccine) বলেন। তিনি কতিপয় গিনি-পিগকে দুই দলে বিভক্ত করিয়াছিলেন। এক দলের পেরিটনিয়মে ফাষ্ট ভ্যাকসীন ইঞ্জেক্ট করিয়া,
পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।