পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলেরা-টীকা প্ৰণালী । S86 এই টীকার বিরোধী । কিন্তু ক্লাইন বলেন কেবল কমা-ব্যাসিলাস ইঞ্জেকৃশন দ্বারা কলেরা নিবারিত হয় না, কিন্তু ব্যাসিলাস প্রডিজি ওসাস (bacillus prodigiosus) দ্বারা টীকা দিলেও কলেরার আক্রমণ নিবারিত হয়। এই কথাতে হাফকিনের টাকার নিস্ফলতা প্ৰতিপন্ন হয় না, কিন্তু ঐ টাকার ন্যায় ফলদায়ক টাকা আরও আছে, ইহাই বুঝায়। কনিংহাম বলেন। হাফকিনের টীকার দরুন কেবলমাত্র কলেরাজনিত মৃত্যু সংখ্যার হাস হইতে পারে। টীকা দ্বারা যদি কলেরা ডায়েরিয়ার ন্যায় এত সামান্য রোগে পরিণত হয়, যে তাহাতে মৃত্যুর ভয় থাকে না, তবে টীকার উদ্দেশ্য সফল হইবার বাকি কি রহিল ? টীকা-প্ৰণালী-বীজ। প্রস্তুতকরণ কিম্বা টিউব হইতে বীজ গ্রহণের প্রণালী বিশেষ শিক্ষণ ভিন্ন বুঝা কঠিন। কলিকাতায় মিউনিসিপাল ল্যাবরেটরীতে, ও আগ্ৰায় হানকিনের ল্যাবরেটরীতে, বীজ পাওয়া যায়। ফাষ্ট ভ্যাকসীন হাইপোডার্মিক্‌ সিরিঞ্জে পূর্ণ করিয়া বাম কুক্ষির (flank) চৰ্ম্মের নীচে ইঞ্জেক্ট করিতে হয় । ইহার অন্ততঃ ৫ দিন পর সেকেণ্ড ভ্যাকসীন দ্বারা অপর পার্থে টীকা দেওয়া হইয়া থাকে। প্রথম টাকার পূর্ণমাত্রা বিলাতী সিরিঞ্জের ৯ বিন্দু। ১০ বৎসরের বালককে ৫ বিন্দু এবং ৬ মাসের শিশুকে ১ বিন্দু দেওয়া হইয়া থাকে। প্রথম টাকার পর জ্বর খুব অধিক ( ১০৪*) হইলে পূর্ণ মাত্রার স্তু দেওয়া উচিত; ১০১”—১০২” ডিগ্রির কম জ্বর হইলে পূর্ণমাত্রা কিম্বা অধিক দেওয়া হয় । টীকার ফল—(১) ৩—১২ ঘণ্টার মধ্যে অস্ত্র-স্থানে বেদনা, জ্বর, ও গ্লানি হয়। (২) ১২—৩৬ ঘণ্টার মধ্যে এই সমুদয় লক্ষণের হাস হয়। (৩) অস্ত্ৰ স্থানের স্ফীততা, কঠিনতা ও বেদনা ২/৪ দিবসে দূরীভূত হয়। (৪) কদাচিৎ কোন কোন স্থলে উপরোক্ত প্রথম টীকার লক্ষণসমূহ প্ৰকাশিত হইবার পূৰ্ব্বে কাহারও কাহারও কিঞ্চিৎ ডায়েরিয়া এবং শীত বোধ হয়। ২ । ভ্যাকসিনেশন-গো-বসন্ত বীজের টীকা বা গোমসূৰ্য্যাধান—১৭৬৮ খ্ৰীষ্টাব্দে বিলাতের একজন গ্ৰাম্য যুবতী জনৈক চিকিৎ সকের সঙ্গে প্রসঙ্গক্ৰমে বলিয়াছিল “আমি কখনও বসন্তারোগাক্ৰান্ত হইব না ;