Σ ( ο সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । অনুসারে গ্রহণীয় বীজের পরিমাণ নিৰ্দ্ধারণ করিতে হইবে । দানা চাপিও ì (don't Squeeze), 5tfü9 si (don't scrape) i 5izi হইতে বীজ টানিয়া লইও না (don’t drain) ; এবং যে বীজ চৰ্ম্মে গড়াইয়াছে,তাহা লাইও না। যাহাকে টীকা দিতেছ, সাবধান, তাহার রক্ত লইয়া বীজদাতা শিশুর রক্তে মিলাইও না । ৭ । পরিদর্শনকালে সৰ্ব্বদা বীজের তেজ (efficiency) ও পবিত্রতা (purity) পরীক্ষা করিবে । কোন স্থলে দানা অতি শীঘ্ৰ নিৰ্গত হইলে বা অনিয়মিতরূপে বিকাশপ্রাপ্ত হইলে, অথবা স্থানীয় ইরিটেশন (local irritation) অত্যধিক হইলে, তাহ লিখিয়া রাখিবো ; এবং অন্যান্য স্থানেও এইরূপ হইলে ঐ বীজ দ্বারা টীকা দিতে তৎক্ষণাৎ বিরত হইবে। অষ্টম দিবসে পরিদর্শন কালে যদি এরিওলা স্পষ্টতঃ দেখিতে পাও, তাহা হইলে তোমার বীজ পরিবর্তন করা আবশ্যক, এ কথা যেন স্মরণ থাকে। ৮। টীকার দিবসেই সমুদয় কেস রেজিষ্টারি করিবে। পরিদর্শন দিবসে ফলাফল লিখিবো। প্রাইমারী ভ্যাকসিনেশনের দানা রীতিমত বিকাশপ্ৰাপ্ত হইয়া থাকিলেই "সকসেসফুল” (successful) বলিয়া লিখিবো। রী-ভ্যাকসিনেশনে স্বাভাবিক বা পরিবৰ্ত্তিত (modified) ভেসিকল নিৰ্গত হইলেই, বা এরিওলা-বেষ্টিত পেপিউল (papulle) উঠিলেই “সকসেসফুল” বলিয়া লিখিতে হইবে। ভ্যাকসিনেশন বা রী-ভ্যাকসিনেশন প্রথমতঃ সকসেসফুল না। হওয়ার দরুন যদি পুনর্বার টীকা দিতে হয়, তাহা হইলে উক্ত কেস নুতন বলিয়া রেজিষ্টরি ভুক্ত করিতে হইবে। ৯ ।। ভ্যাকসিনেশনের ল্যানসেট (lancet) ও যন্ত্রাদি পরিষ্কার ও ভাল অবস্থায় রাখিবে, এবং অন্য কোন কাৰ্য্যে ব্যবহার করিবে না । টীকার সময় সঙ্গে জল ও ন্যাকড়া রাখিবো। প্রত্যেকবার অস্ত্ৰ করিবার পরে ও পূর্বে ঐ জল ও ন্যাকড়া দ্বারা ল্যানসেট মুছিবে। একবার ব্যবহৃত ক্যাপিলারী টিউব বা আইভরী পয়েণ্ট পুনৰ্ব্বার বীজ সঞ্চয় বা প্রেরণের জন্য ব্যবহার করিবে না, কিন্তু একবার ব্যবহারের পর ভাঙ্গিয়া ফেলিবে । ডাক্তার ম্যাক ভেল বলেন ক্যাপিলারী টিউব বীজ সঞ্চায়ের পূৰ্ব্বে ষ্টেরিলাইজড (sterilized) < fift-ii (spirit lamp) উত্তপ্ত করিতে
পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।