রী-ভ্যাকৃসিনেশনের প্রয়োজনীয়তা । Σ. ( Σ» হুইবে । অস্ত্ৰাদি মুছিবার জন্য শুদ্ধ জল ও ন্যাকড়া ব্যবহার না করিয়া কাৰ্বলিক লোশন-সিক্ত লিণ্ট ব্যবহার করা উচিত । আমি পকেটে একটী ফাইভ পাসেণ্ট (; ze৮ ce%) কার্বালিক লোশনের শিশি, এক খণ্ড লিণ্ট, একখানি ল্যানসেট একটা কঁাচের সূক্ষ্ম কাঠি এবং বীজের টিউব নিয়া থাকি । টীকার স্থান প্রথমতঃ কাবলিক লোশনে ভালরূপ ধৌত করিয়া ও মুছিয়া, কাবলিক যুক্ত লিণ্টে মুছান ল্যানসেট দ্বারা প্রত্যেক স্থানে তিনটী সমান্তরাল C31*ti (there parallel incisions) {9}<re egzis fiŝo <riga C31<iii (one cross incision) টানি, এবং ৫।৬ টী খোচা (puncture) দিই। তৎপর ল্যানসেট। সাবধানে ( যাহাতে ইহার বুেড অন্য কিছুর সংস্পর্শে না আসে তেমন ভাবে ) রাখিয়া, এবং কাবালাইজড লিণ্টে মুছান কঁাচের কাঠি দ্বারা টিউব হইতে বীজ গ্রহণ করিয়া টীকার স্থানে মাখাই । তৎপরে ল্যানসেটের বুেড দ্বারা বীজ ভালরূপ ঘর্ষণ করি । এই প্ৰণালী অবলম্বন করিয়া আমি কখনও অকৃতকাৰ্য্য হই নাই, বা কোন দুর্ঘটনা ঘটতে দেখি নাই । গো বৎসের লোমে, অপরিষ্কার ন্যাকড়ায়, বা স্বীয় ব্যবহৃত রুমালে অস্ত্ৰ শস্ত্ৰাদি মুছা কখনই উচিত নয়। অধিক রক্তপাত করা অবিধেয় ; অধিক রক্তে বীজ ধৌত হইয়া যায়। টীকার ফলের স্থায়িত্ব-জেনার বলিয়াছিলেন, বসন্তের এক আক্ৰমণ যখন সকলের শরীরকে সমভাবে পুনরাক্রমণ হইতে রক্ষা করিতে পারে না, তখন গো বসন্তের বা গো-বীজ টীকার তদ্রুপ শক্তি আছে। এরূপ কল্পনা করিলে ইহাতে দৈবশক্তি আরোপ করা হয়। বর্তমান যুগের অভিজ্ঞ ব্যক্তিরাও বলেন, কাহারও একবার টাকার পর যদি অনেক বৎসর চলিয়া যায়, এবং সে ব্যক্তি যদি বসন্ত-বিষের অধিক সংস্পর্শে আসে, তাহা হইলে তাহার পুনরাক্রান্ত হইবার সম্ভাবনা থাকে। সেফিল্ড এপিডেমিকের সময় ভাক্তার বেরি এই সিদ্ধান্ত করিয়াছিলেন যে, টীকার ১০ বৎসর পর হইতে পুনরাক্রমণের সম্ভাবনা অধিক হয়। টীকার পর যাহাদের দশ বৎসর অতীত হইয়াছিল, বিগত কলিকাতা এপিডেমিকে তাহদেরই মৃত্যু অধিক হয়। এই জন্য অন্ততঃ ১০/১২ বৎসর বয়সে একবার রী-ভ্যাক্সিনেশন হওয়া কৰ্ত্তব্য। প্রতি ৭ বৎসর অন্তর টীকা দেওয়া হইলে বসন্তের প্রাদুর্ভাব থাকিবে না, অনেক
পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।