পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টেটেনাস নিবারণ। Σ\υ Ο ইডিওপ্যাথিক টেটেনাসের অস্তিত্বে অনেকে বিশ্বাস করেন না । তঁাহারা বলেন অনেক সময় একটা অ্যাচড় কিম্বা একটু খোচা গ্ৰাহা হয় না ; কিন্তু ঐ অ্যাচড় বা খোচার স্থানে টেটেনাস ব্যাসিলাস প্রবিষ্ট হইতে পারে। র্তাহারা আরও বলেন কোন ক্ষত না হইলেও কেবল আঘাত হইতে টেটেনাস উৎপন্ন হয়। অতএব তাঁহাদের মতে সমুদয় টেটেনাসই টু মেটিক । ধনুষ্টঙ্কার নিবারণ-(১) ক্ষত স্থান সৰ্ব্বদা পরিষ্কার রাখিবে এবং য়্যান্টিসেপ্টিক দ্বারা ধৌত করিবে । (২) ধনুষ্টঙ্কার রোগীর ক্ষত স্থানের পুষ্য বস্ত্রখণ্ডে মুছিয়া ঐ বস্ত্ৰ দগ্ধ করিবে: বা ডিসাইনফেক্ট করিবে । (৩) শিশুর জন্মের পূর্বে সুতিকাগার উত্তমরূপে ডিসাইনফেক্ট করিয়া রাখিবে। জন্মের একঘণ্টা কিম্বা অন্ততঃ অৰ্দ্ধঘণ্টা পূৰ্ব্ব হইতে নাড়ীচ্ছেদের কাঁচি জলে সিদ্ধ করিতে হইবে। ফাইভ পারসেণ্ট কাবলিক লোশনে হস্ত ধৌত করিয়া, ঐ কঁাচি দ্বারা নাড়ীচ্ছেদ করিবে। শিশুর নাড়ী আবরণ করিবার ন্যাকড়া ফুটন্ত সুইট অয়েলে ডুবাইয়া, ঈষৎ উষ্ণ থাকিতে ইহা দ্বারা নাড়ী আবৃত করিবে, এবং পরিষ্কার ধৌত বস্ত্ৰে ব্যাণ্ডেজ করিবে। নাড়ীর আবরণ-বস্ত্ৰখণ্ড প্রতিদিন না খুলিয়া কেবল ব্যাণ্ডেজ পরিবর্তন করা উচিত। যতদূর সম্ভব নাড়ীর ক্ষতস্থান বায়ু-সংস্পৰ্শ-রহিত করা আবশ্যক। সুবিধা থাকিলে ষ্টেরেলাইজড ব্যাণ্ডেজ ও কটন ব্যবহার করা কীৰ্ত্তব্য। (৪) ঠাণ্ডা ও দূষিত বায়ু প্ৰভৃতি প্রিডিস্পোজিং কাজ নিবারণ করা উচিত। কলিকাতায় যে সব নবজাত শিশুর ধনুষ্টঙ্কার রোগে মৃত্যু হয়, তাহদের মধ্যে অনেকে পঞ্চম বা ষষ্ঠ দিবসের স্নানের পরেই রোগাক্ৰান্ত হয়, এইরূপ বিবরণ প্রাপ্ত হওয়া যায়। এই স্নান যে প্ৰণালীতে দেওয়া হয়, তাহাতে ঠাণ্ডা লাগিব।ার খুব সম্ভাবনা। (৫) অশ্বশালা বাসস্থান হইতে দূরে নিৰ্ম্মাণ করা উচিত, এবং অশ্ববিষ্ঠা ত্বরায় স্থানান্তরিত করিবার ব্যবস্থা করা উচিত। বড় বড় সহরে ইনসিনারেটার যন্ত্রে অশ্ববিষ্ঠা দগ্ধ করা আবশ্যক । (R) সুপিং <șef (whooping Cough) এক সাইটিং কাজ-কেহ কেহ বলেন স্থাপিং কফ, রোগীর শ্লেষ্মায়