পুয়ারপারেল ফিভার। Stay larged tonsil) q*(R রিল্যাক্স্ড থে,াটে (relaxed throat) &re 2 (3rts করা উচিত। এইরূপ থে,াটে ডিফ থিরিয়ার ব্যাসিলাস সহজে লগ্ন হয়। (৪) শুশ্রুষাকারীদের থে,াটে ৫ বা ১ পারসেণ্ট কার্বলিক লোশন দিনে ২/৩ বার ম্প্রে করা উচিত। ব্লাইথ বলেন এই উপায়ে অনেক পরিবারে রোগের প্রকোপ নিবারিত হইয়াছে। (৫) দুগ্ধ ফুটাইয়া পান করা উচিত । (৬) যে সমুদয় স্থানে বাড়ীর ডেণের সহিত রাস্তার সুয়ারের যোগ আছে, তথায় সাইফন (syphon) দ্বারা সুয়ার গ্যাসাগমের পথ রুদ্ধ করা উচিত। (७) পুয়ারপারেল frevis (puerperal fever) একসাইটিং কাজ-ব্যাসিলাস, ও ককাস প্রভৃতি নানাবিধ মাই ক্ৰোব এই রোগের কারণ। নিবারণ প্ৰণালী-ব্লাইথের মতে ভেজাইনেল ইঞ্জেক্শনের জন্য ওয়ান পার থাউজান (I per r,OOO) করোসিভ সবিমেট লোশন ব্যবহার করা উচিত। উক্ত লোশন, বা ফাইভ পারসেণ্ট কার্বালিক লোশন বা ওয়ান পার থাউজন আয়োডিন টিটাক্লোরাইড লোশনে হস্ত ধৌত করা উচিত। পুয়ারপারেল ফিভার রোগী দেখিবার পর ইনফেকশন-মুক্ত (free from infection) হইতে হইলে চিকিৎসককে অনেক কষ্ট করিতে হয়। নখের ভিতরে বিষ প্রবিষ্ট ও লগ্ন হইয়া থাকে। সেস্থলে প্রথমতঃ খুব তপ্ত জলে, তৎপরে আলকহলে (alcohol), এবং অবশেষে ভাল ডিসাইনফেক্টেণ্টে, হস্ত ধৌত করিলে উক্ত বিষ নষ্ট হয়। বুঢ়াইথ বলেন, হস্ত ডিসাইনফেকশনের পর টার্কিষ বাথ এবং করোসিভ সক্সিমেট লোশন স্পঞ্জিং দ্বারা দেহের, এবং ষ্টীম প্রভৃতি দ্বারা বস্ত্রের শোধন ও তৎপর বস্ত্ৰ পরিবর্তন করিলে কোন প্রকার দোষ থাকে না। যাহা হউক এতদূর করিতে না পারিলেও, হস্ত ডিসাইনফেক্টৰ ও বস্তু পরিবর্তন করিয়া অন্য প্ৰসুতি দেখিতে যাওয়া উচিত। Gł | টিউবার্কিউলোসিস (tuberculosis) স্ক, ফিউলা (scrofula) 443 ritori (lupus) টিউবার্কিউলোসিসের এটেনুয়েটেড (attenuated) বা ক্ষীণ অবস্থা। থাইসিসে ইহার পূর্ণ বিকাশ । R 9
পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।