টিউবার্কিউলোসিস নিবারণ। SANTO নডিউল (tubercular module) হইয়াছিল। টিউবার্কিউলার রোগীর শব ৰ্য্যবচ্ছেদ করিয়া কখনও কখনও চিকিৎসকেরা রোগগ্ৰস্ত হইয়াছেন । যে সমুদয় মক্ষিকা থাইসিস রোগীর কফ আহার করে, তাহদের আবডোমেন ও মলে টিউবার্কিল ব্যাসিলাস পাওয়া যায়। সুতরাং এইরূপ মাক্ষিকা স্পষ্ট খাদ্য দ্রব্য আহারে থাইসিস জন্মিতে পারে। (৪) এই রোগ পুরুষানুক্ৰমে সংক্রামিত হয়। (৫) রোগী নিজের কােফ গিলিয়া ইণ্টেস্টন ক্ষয়গ্ৰস্ত করে এবং স্বীয় কফি মিশ্রিত ধূলা নিশ্বাসের সহিত গ্ৰহণ করিয়া অবিকৃত ফুসফুসাংশের থাইসিস জন্মায়। নিবারণ প্ৰণালী – (১) রোগীর কফ ন্যাকড়ায় মুছিয়া দগ্ধ করিবে, অথবা একটা ফিফটীন ( ঃ) পারসেণ্ট কাবলিক লোশন পূর্ণ পাত্রে রাখিবে। কফগ্রস্ত ব্যক্তিদিগকে কথনই মেজের উপর কিম্বা রুমালে থুথু ফেলিতে দেওয়া উচিত নয়। স্কুল বোর্ডিং প্রভৃতি স্থানে এইজন্য একটা কার্বলিক পূর্ণ পাত্ৰ (spittoon) oo উচিত। আনিলাইন ওয়াটার (aniline water) টিউবার্কিলব্যাসিলাস শীঘ্ৰ বিনষ্ট করে। কিন্তু ইহার মূল্য অধিক। মূল মূত্রাদি টেন্ পারসেণ্ট কাবলিক লোশন পূর্ণ পাত্রে ফেলিবে । বস্ত্ৰাদি গরম জলে সিদ্ধ করিবে। ড়ে,ণ, পাইখানা প্রভৃতি ডিস ইনফেক্ট করিবে। (২) রোগীকে স্বতন্ত্র গৃহে রাখিবো। (৩) জনতা প্রভৃতি যে সমুদয় কারণে বায়ু দূষিত হয় তাহা নিবারণ করিবে। (৪) যে সমুদয় স্থান ড্যাম্প (damp), তথায় পয়ঃপ্ৰণালীর সুব্যবস্থা করিবে। (৫) দুগ্ধ, মাংস, প্রভৃতি সম্পূর্ণরূপ সিদ্ধ না করিয়া আহার করিবে না । (৬) ভেণ্টিলেশনবিহীন বা জনাকীর্ণ স্থানে বাস করিবে না। (৭) যে সমুদয় ব্যবসায়ে দূষিত বায়ু সেবন করিতে হয় তাহা অবলম্বন করিবে: না। (৮) রোগীর গৃহের মেজে প্রভৃতি ভিজা ন্যাকৃড়া দ্বারা সর্বদা ধূলিমুক্ত করিবে । (৯) খাদ্য দ্রব্য সর্বদা আবৃত রাখিবে, যাহাতে তন্মধ্যে মক্ষিকা না। বসে কিম্বা ধূলা না পড়ে । v sitcaifas (malaria) ভারতবর্ষে প্রতি বৎসব জ্বরে প্রায় ২০ কোটি লোক আক্ৰান্ত হইয়া
পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।