ম্যালেরিয়া । > Գ @ না । ইহাতে অত্যন্ত অধিক ঔদ্ভিদ পদার্থ থাকে। সামুদ্র জলে ধৌত মাৰ্য এবং অষ্ট্রেলিয়া, নিউকীলণ্ড, নিউ কেলিডোনিয়া এবং আমেরিকার মাৰ্য ম্যালেরিয়া উৎপাদন করে না। “পীট”পূর্ণ ভূমি (peaty soils) জলধৌত হইলেও ম্যালেরিয়া-মুক্ত হয় না। মার্ষের উপর যে বৃক্ষাদি জন্মে তাহার সঙ্গে ম্যালেরিয়ার কোন সম্বন্ধ নাই, এই সিদ্ধান্তে অনেকে উপনীত হইয়াছেন । জলনিকাশী নদী নালার অবরোধ বশতঃ বঙ্গদেশের অনেক সমৃদ্ধিশালী গ্রাম জলাভূমির ন্যায় ম্যালেরিয়ার জন্মভূমিতে পরিণত হইয়াছে। রেল পথ এবং গ্ৰাম্য পথ প্ৰস্তুত হইবার পর অনেক নদী নালার গতিরোধ হইয়াছে। যে সরস্বতী নদী দিয়া এককালে কত শত পণ্যদ্রব্য পরিপূর্ণ বৃহৎ বাণিজ্যপোত অবলীলাক্রমে যাতায়াত করিত, উক্ত প্রকারে ইহা শুষ্ক হইয়া যাইবার পর সপ্তগ্রাম, ত্ৰিবেণী প্রভৃতি সুপ্ৰসিদ্ধ গ্রাম ম্যালেরিয়ার উৎপীড়নে অরণ্যে পরিণত হইয়াছে। নদীয়া, বৰ্দ্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর প্রভৃতি জেলা ৩০ বৎসর পূর্বে অতিশয় স্বাস্থ্যকর ছিল ; কিন্তু তথায় রেলপথ প্রস্তুত ও নদী নালা গভীরতারহিত হইবার পর ম্যালেরিয়া আবিভূতি হইয়াছে। এই সমুদয় স্থানের কেবল যে ভূমি দুষিত হইয়াছে তাহা নহে, কিন্তু জলাশয় সমূহও বিকৃত উদ্ভিদে পরিপূর্ণ হইয়াছে। কোন কোন স্থানে ইঞ্জিনিয়ারদের অদ্ভুত বুদ্ধিকৌশলে ধান্যক্ষেত্রও গ্ৰাম্য ভূমি জলাভূমিতে পরিণত হইয়াছে। তাহারা ২০৩০ মাইল দীর্ঘ ও ১৫/২০ ফুট উচ্চ পথ প্ৰস্তুত করিয়াছেন, অথচ কুত্ৰাপি জল নিৰ্গমনের ব্যবস্থা করেন নাই। এই কারণে প্রতি বৎসর গ্রাম ও মাঠ বর্ষাকালে জলমগ্ন হইতেছে এবং রোগ ও দুর্ভিক্ষে বহু লোকের প্ৰাণ বিনষ্ট হইতেছে। (২) এলুভিয়েল সয়েল বা পললময় ভূমি-নব সঞ্চিত এলুভিয়ম বা পলিতে পুরাতন পলি অপেক্ষা অর্গানিক ম্যাটার ও সন্ট অধিক ; এই জন্য ইহার ম্যালেরিয়া উৎপাদন শক্তিও অধিক। এলুভিয়েল সয়েল সাধারণতঃ ঢালুতাবিহীন এবং জল-নিৰ্গমন-পথ-শূন্য। ইহার নিকটে যে সমুদয় নদী নালা থাকে, তাহার জলের দরুন ইহার নিম্নস্থ সব সয়েল ওয়াটারের অত্যন্ত হ্রাসবৃদ্ধি হয়। যে সমুদয় বৃহৎ নদীর কর্দমময় তীর অল্প
পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।