কমা ব্যাসিলাস । yboy পিগ কলেরায় আক্রাস্ত হয় এবং তন্মধ্যে ৩১টার মৃত্যু হয়। মৃত গিনিপিগের স্মল ইন্টেসটিনের ফ্লাইড অন্য গিনি-পিগে ইঞ্জেক্ট করাতে ইহারও কলেরায় মৃত্যু হয়। ক্লাইন বলেন কমা-ব্যাসিলাস-ইঞ্জেকশনের দরুন গিনিপিগের যে রোগ হয় তাহা কলেরা নহে, কিন্তু টোমেন পায়জানিং (ptomaine poisoning) fees it 32-35tfizi (Finkler's comma bacillus) নামক কলেরা নসট্রাস (cholera nostras) বা গ্যাসটো-এণ্টারাইটিসের ব্যাসিলাস ও অন্য প্রকার পিউটি ফ্যাক্টিভ ব্যাসিলাস ইঞ্জেক্শনের দ্বারাও নাকি সমান ফল পাওয়া যায়। যাহা হউক ব্যাক্টরিওলজিস্ট প্রায় সকলেই কখের কম ব্যাসিলাস কলেরার কারণ বলিয়া স্বীকার করেন। কমা-ব্যাসিলাসের প্রকৃতি :-(১) রোগীর ষ্টলে (stool), স্মল ইণ্টেসটিনে ( বিশেষতঃ ইলিয়মে ) এবং লাজ ইণ্টেস টিনে কমা-ব্যাসিলাসপাওয়া যায় ; রক্তে বা অন্য কোন টিশুতে পাওয়া যায় না। রিগাজিটেশন ( regurgitation ) হইলে কোন কোন স্থলে বমিতে অল্প পরিমাণে থাকে, এবং কখনও কখনও লিভারে ও গল বুঢ়াডারে পাওয়া যায়। (২) ইহার আকার জন্মাণ কমার ন্যায় [ ) ] বলিয়া ইহার নাম ** কম ব্যাসিলাস” । দুইটী ব্যাসিলাস পরস্পর সংলগ্ন হইলে ইংরাজী S-এর আকার ধারণ করে । এইরূপে অনেকগুলি কমা পরস্পর ংলগ্ন হইলে ০৮:৪৭, ২৬ নভেম্বর ২০১৭ (ইউটিসি)SumitaBot (আলাপ) ০৮:৪৭, ২৬ নভেম্বর ২০১৭ (ইউটিসি) (স্পাইরিলম) আকার ধারণ করে। (৩) ইহারা ৪টা পুচ্ছ বা ফ্লেগেলম (flagellum) সঞ্চালন করিয়া চলে। (৪) ইহারা কখনও বড় এবং কখনও ছোট হয়। সংখ্যাবৃদ্ধির সঙ্গে সঙ্গে ইহাদের আকার ক্ষুদ্র হয় । (৫) its 3 traitra fictitia (slightly alkaline gelatine) ইহা দ্বারা তরলীকৃত হয় এবং তন্মধ্যে ইহারা বৃদ্ধি প্ৰাপ্ত হয়। ফিংক্লাসের কমা ব্যাসিলাস ও কনিংহাম কর্তৃক উল্লিখিত সেলাইভার ও দন্ত টার্টারের (tartar) কমা-ব্যাসিলাস দ্বারা জিলেটিন যত শীঘ্র তরলীকৃত হয়, কখের কম ব্যাসিলাস দ্বারা তত শীঘ্ৰ হয় না । সুতরাং কখের ও ফিংক্লার প্রভৃতির কম ব্যাসিলাস ভিন্ন জাতীয় । (৬) আগার আগারের উপর যে ব্যাসিলাস পুঞ্জ উৎপন্ন হয় তাহা ক্ষুদ্র ক্ষুদ্র গোল গোল স্বচ্ছ প্রায় ঈষৎ নীলাভ শ্বেতবর্ণ
পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।