পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান صومYS \z 之1 রাইণ্ডার পেস্টু (rinderpest ) | গো-মড়ককে ভ্ৰম বশতঃ গো-বসন্ত বলা হইয়া থাকে। এই রোগে প্ৰতিবৎসর বহুসংখ্যক গরু বিনষ্ট হয়। কেহ কেহ বলেন এই রোগ গরুর টাইফয়েড ফিভার। এই রোগে মৃত গরুর মাংস অনিষ্টকর। রুগ্ন পশুকে স্বতন্ত্র গৃহে রাখা এবং গোশালা ডিস ইনফেক্ট করা উচিত । S) | उांशुক্স (anthrax ) এই রোগে বহুসংখ্যক গো ও মেষ মরিয়া থাকে। এই রোগে মৃত পশুর সংস্পৰ্শাবশতঃ, কিম্বা পশুর চৰ্ম্ম ও পশমের শুষ্ক চূর্ণ নিশ্বাসের সহিত গ্রহণ বশতঃ মনুষ্যের এই রোগ হইয়া থাকে । ইনফেক্টেড চৰ্ম্ম ও পশম ডিস ইনফেক্ট করা উচিত এবং মৃত পশু দগ্ধ করিবার ব্যবস্থা করা উচিত। চৰ্ম্ম ও পশম হইতে যাহাতে ধূলা উখিত না হয়। এরূপ বন্দোবস্ত থাকা অবশ্যক । 8 || রো-নিউমোনিয়া (pleuro-pneumonia) এই রোগে বহুতর গো ও মেযের মৃত্যু হইয়া থাকে। ৫। গ্ল্যাণ্ডাস ও ফার্সি (glanders & farcy ) { অশ্ব, গর্দভ ও খচ্চরেরা এই রোগে আক্রান্ত হয়। কেবল এয়ারপ্যাসেজ রোগগ্ৰস্ত হইলে গ্ল্যাণ্ডাস বলে ; স্কিন, এরিওলার টিশু এবং লিস্ফেটিক্‌স আক্রান্ত হইলে ফাসি বলে। এই রোগ অতিশয় সংক্ৰামক এবং মনুষ্যদেহেও সংক্রামিত হয় ।