পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । চিকিৎসক তাঙ্গার রোগীর মৃত্যুসংবাদ জানিয়া ও ৭ দিনের মধ্যে হেলথ, আফিসে সংবাদ প্রেরণ না করেন, ১৮৭ ও ১৮৮ ধারা অনুসারে তঁাহার རེ ༧ ། পৰ্য্যন্ত অর্থদণ্ড হয়। যে চিকিৎসক সংক্ৰামক রোগীর চিকিৎসা করিয়া হেলথ, আফিসে শীঘ্ৰ সংবাদ প্রেরণ করেন না, ৩২১ ধারা অনুসারে তঁাহার ৫০ টাকা পৰ্য্যন্ত দণ্ড হয় । ১৮৮৪ সালে যে বেঙ্গল মিউনিসিপাল য়্যাক্ট প্রচলিত হয়, তাহার ২৪৫ ধারা অনুসারে ভূস্বামীদিগকে অস্বাস্থ্যকর বস্তির গৃহ, পথ, ড়েণ প্রভৃতির উন্নতি সাধন করিতে বাধ্য করা যায়। বাজারের ঘর, ড়ে,ণ প্রভৃতি পরিষ্কার ও স্বাস্থ্যকর অবস্থায় না। রাখিলে ২৪৯ ধারা অনুসারে শাস্তি হয় । ২৫০ ধারা অনুসারে পচা মাছ, তরকারী প্রভৃতি খাদ্য বিনষ্ট করা যায়। দুগ্ধ ঘৃত প্রভৃতিতে ভেজাল দিলে ২৫১ ধারা অনুসারে ১০০ পৰ্যন্ত জরিমানা হইতে পারে। ২৫১বি ও ২৫১সি ধারা অনুসারে কমিশনারগণ কিম্বা তঁহাদের কৰ্ম্মচারী বাজার পরিদর্শন করিয়া পচা মাছ প্রভৃতি অস্বাস্থ্যকর খাদ্য মালিকের সম্মতিক্ৰমে ফেলিয়া দিতে পারেন ; মালিক অসম্মত হইলে মাজিস্টেটের আদেশে সমুদয় খাদ্য বিনষ্ট হইতে পারে এবং মালিকের ১০০২ পৰ্য্যন্ত অর্থদণ্ড হইতে পারে। মিউনিসিপাল কৰ্ম্মচারী পরীক্ষার্থ কোন খাদ্য উচিত মূল্যে ক্রয় করিতে চাহিলে যদি কেহ বিক্রয় করিতে অসম্মত হয়, ২৫১ডি ধারা অনুসারে তাহার ৫০২ পৰ্যন্ত দণ্ড হয়। কোন গৃহের ড়ে,ণ অপরিষ্কার বা স্থান জঙ্গলাকীর্ণ হইলে ১৯৫ ধারা অনুসারে গৃহস্থকে ড়েণ ও স্থান পরিষ্কার করিতে বাধ্য করা যায়। পুষ্করিণী, কৃপ প্রভৃতির জল সংক্রামক বিষ-দূষিত বা অপরিস্কার হইলে প্ৰধান মেডিকেল অফিসারের সার্টিফিকেট লইয়া, ১৯৯এ ধারা অনুসারে, ইহার জল ব্যবহার স্থগিত করা যায় । ২০০ ধারা অনুসারে পুষ্করিণী, কুপ প্রভৃতি ভরাট করিতে মালিককে বাধ্য করা যায়। ১৮৮০ সালের বেঙ্গল ডেণেজ্য য়্যাক্ট অনুসারে ভূস্বামীদিগকে ড়ে,ণ প্ৰস্তুত করিতে বাধ্য করা যায় । N ܠ টীকা আইন অনুসারে দেশীয় টীকা সৰ্ব্বথা দণ্ডনীয়, এবং কোন কোন স্থানে ইংরাজী টীকা না দিলে শাস্তি হয়।