জলজনিত উদরাময় । Σ Σ ২। জলকষ্ট ও দূষিত জলপান নিবন্ধন রোগ। জালাল্পতা বা জলকষ্ট বশতঃ দেহ, বস্ত্ৰ, তৈজসপত্র, বাসভবন, পয়ঃপ্ৰণালী রাস্তা প্রভৃতি অপরিষ্কার থাকে এবং চৰ্ম্মরোগ, চক্ষুরোগ, উদরাময়, টাইফয়েড জ্বর প্রভৃতি নানা প্রকার রোগের প্রকোপ হয়। অনেক কাল জল পান না করিলে তৃষ্ণা অনিবাৰ্য্য হয়,শারীরিক ও মানসিক বলের হ্রাস হয়, এবং ফুসফুসের কার্বনিক য়্যাসিড, মল এবং মূত্র প্রভৃতি নিঃসরণের ব্যাঘাত হয়। জ্বর শোথ প্রভৃতি রোগে জলপান নিষেধ করা মুখতার কাৰ্য্য । মল প্রভৃতি প্ৰাণিদেহ জাত পদার্থ মিশ্ৰিত জল সর্বাপেক্ষা অনিষ্টকর। জলাভূমি জাত ঔদ্ভিদ পদার্থ, এবং কোন কোন সলটি ও ধাতুর মিশ্রণ বশতঃ জল অস্বাস্থ্যকর হয়। দুষিত জল পান বশতঃ নিম্নলিখিত রোগ সমূহ উৎপন্ন হয় :- জলকষ্ট নিবন্ধন অনিষ্ট । (১) ঝিল্লি সংক্রান্ত । অজীৰ্ণতা (Dyszczsta)-লক্ষাংশে ১১ভাগ কিম্বা তদধিক ক্যালসিয়ম সালফেট ও ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনিসিয়া সলটি মিশ্রিত জল সাধারণতঃ এই রোগ উৎপাদনা করিয়া থাকে। লৌহাস্বাদ বিশিষ্ট জল পানে, প্রথমতঃ অল্প অজীর্ণতা, কোষ্ঠকাঠিন্য, শিরঃশূল প্ৰভৃতি রোগ উৎপন্ন হয়, কিন্তু পরে অভ্যাস বশতঃ তাত অনিষ্ট হয় না । উদরাময় (Diarrhoea)-(ক) কৰ্দম ও অভ্র কণা প্রভৃতি অদ্রবীভূত ধাতব পদার্থ এই রোগ উৎপাদন করে। অভ্র কণা মিশ্রিত জল দাৰ্জিলিং ধৰ্ম্মশালা প্ৰভৃতি পাৰ্ব্বত্য প্রদেশের পাৰ্ব্বত্য উদরাময়ের(hill diarrhoea)কারণ বলিয়া নির্দিষ্ট হইয়াছে। (খ) মল প্রভৃতি অদ্রবীভূত প্রাণিদেহ জাত পদাৰ্থ, (গ) অদ্রবীভূত ঔদ্ভিদ, পদাৰ্থ, (ঘ) ত্রবীভূত অর্গানিক পদার্থ, যথা সমাধিভূমিজাত পদার্থ, (ঙ) সালফিউরেটেড হাইড়োজেন ও সুয়ার গ্যাস প্রভূতি গ্যাস, এবং (চ) ক্যালসিয়াম নাইট্রেট ও সালফেট, ম্যাগনিসিয়াম সলফেট এবং লবণ প্রভৃতি দ্রবীভূত ধাতব পদাৰ্থ জলে মিশ্রিত হইয়া উদরাময় উৎপাদন マF(零 |
পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।