পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

文8 স্বাস্থ্যবিজ্ঞান | য়্যাসিড এবং সালফানেলিক য়্যাসিড মিশ্রিত (Sulphamalie acid ) নাফ গ্ৰীল-আমীন হাইড্রোক্লোরাইড (naphthylamine hydrochloride ) সলিউসনের ১০/১৫ বিন্দু ঢালিলে যদি অতি সুন্দর গোলাপী রং হয়, তাহা হইলে জলে নাইট্ৰাইট আছে, এই বুঝিতে হুইবে । হাইড্রোজেন সালফাইড-লোড, য়্যাসিটেট সলিউসন মিশ্রিত করিলে যদি কৃষ্ণবৰ্ণ হয়, হাইড্রোজেন সালফাইড ইহার কারণ মনে করিতে হইবে । সালফেট —ক্লোরাইড অব ব্যারিয়াম এবং ডাইলুট হাইড়োক্লোরিক স্ন্যাসিড মিশ্ৰিত করিলে যদি শ্বেতবর্ণ অধঃস্থ হয়, তাহা হইলে সলফেটের অস্তিত্ব বুঝিতে হইবে । লৌহ-লোহিত এবং পীত পটাস প্রসেট এবং ডাইলুট হাইড়োক্লোরিক ফ্ল্যাসিড মিশ্রিত করিলে যদি নীলবৰ্ণ হয় তাহা হইলে লৌহের অস্তিত্ব दोभू । বু অগনিক পদার্থ-ডাইলুট সালফিউরিক য়্যাসিড মিশ্ৰিত করিয়া পটাস পাম্যাঙ্গেনেট সলিউসন ঢালিলে যদি সলিউসনের লোহিত বর্ণ অদৃশ্য হয়, তাহা হইলেই জলে অর্গানিক পদার্থের অস্তিত্ব বুঝিতে হইবে । পরিমাণনির্দেশক পরীক্ষা । এই পরীক্ষা ব্যয়সাধ্য ; সুতরাং সৰ্ব্বত্ৰ অসম্ভব । আণুবীক্ষণিক পরীক্ষা । এই পরীক্ষা ঝাইসের সুস্থ অণুবীক্ষণের সাহায্যে হইতে পারে। বায়লজিক্যাল পরীক্ষা । এই পরীক্ষার জন্যও অণুবীক্ষণের প্রয়োজন। পেপ টোন নামক ব্যাকটিরিয়ার খাদ্যে অল্প জল নিক্ষেপ করিয়া ২৪ ঘণ্টা ইনকুবেটর যন্ত্রে রাখা আবশ্যক। তৎপর উক্ত পেপ্যাটোনে কাচের সূক্ষ্ম কাঠি বা ব্রিসল (bristle) ডুবাইয়া টেষ্টটিউবে পূরিত আগার আগারে ব্রিসল, মৃদুভাবে বুলাইতে