স্বাস্থ্যবিজ্ঞান । صوج (২) দ্রবীভূত পদাৰ্থও কিয়ৎ পরিমাণে ছিদ্র সংলগ্ন হয় ; (৩) ফিলটারোৎপন্ন অথবা জলে-মিশ্রিত-পাম্যাঙ্গেনেটােৎপন্ন অকৃসিজেন সংযোগে জলের অর্গানিক পদার্থ দগ্ধীভূত (oxidised) হয়। ফিলটারিং মেটিরিয়েল বা ফিলটারের উপাদান-সাধারণতঃ ৯ প্রকার। শ্বেত বালুকা দ্বারা স্বাক্ষ্ম কদৰ্মিকণা ভিন্ন সমুদয় অদ্রবীভূত পদাৰ্থ দুৱীভূত হয় ; বালুক স্তর পুরু হইলে দ্রবীভূত ধাতব পদার্থ ও আকর্ষণ করিয়া থাকে। ডাক্তার পার্সি ফ্রাঙ্ক লাও বহু ফিলটারের উপাদান 司 গবেষণার পর স্থির করিয়াছেন যে সূক্ষ্ম শ্বেত বালুক। (Filtering O material) ভালরূপে ধৌত এবং অগ্নি-তপ্ত হইলে জল হইতে কিয়ৎ পরিমাণে ব্যাকটিরিয়া আকর্ষণ করিতে পারে। কিন্তু সাধারণ বালুক অপেক্ষা লৌহ মিশ্রিত সবুজ বালুকার এই গুণ অধিক । বালুকার সঙ্গে কঙ্কর মিশ্রিত হইয়া থাকে। স্পঞ্জী অদ্রবীভূত পদাৰ্থ, আকর্ষণ করে, কিন্তু ইহা কীটজ পদার্থ এবং শীঘ্র ময়লাপুর্ণ হয় ; এইজন্য ফিলটারের অনুপযোগী। অস্থি-অঙ্গর সংযোগে জলের অদ্রবীভূত পদাৰ্থ, দ্রবীভূত গ্যাস, এবং সীসা প্রভৃতি দ্রবীভূত ধাতব পদার্থ দূরীভূত হয়, এবং কিয়াৎকাল পৰ্য্যন্ত দ্রবীভূত অর্গানিক পদার্থ ও ইহা দ্বারা সম্পূর্ণরূপে দগ্ধীভূত ( oxidized ) হয়। কিছুকাল পয়ে, ইহার এই দহন শক্তির হ্রাস হয়। অস্থি-অঙ্গারের ব্যাকটিরিয়া-আকর্ষণ শক্তি নাই। কাষ্ঠ অঙ্গারের এই শক্তি আছে ; কিন্তু অস্থি-অঙ্গারের ন্যায় ইহার রাসায়নিক শক্তি নাই। পার্কস বলেন (১) জলে কাবান ফিল্টার অধিকক্ষণ রাখা উচিত নয়, কারণ কিছুকাল পরে কার্বন জলের অর্গানিক পদাৰ্থ আকর্ষণ করিতে থাকে ; (২) অঙ্গার-শোধিত জল অধিকক্ষণ সঞ্চিত করিয়া রাখা উচিত নয় ; রাখিলে সূক্ষ্ম সুক্ষ্ম জীবাণু ও উদ্ভিদণুতে পরিপূর্ণ হয় ; (৩) রোগ-বীজ-দূষিত জল অঙ্গার দ্বারা শোধিত হয় না ; (৪) প্রতি সপ্তাহে কিম্বা প্ৰতি পক্ষে অঙ্গার পরিষ্কৃত কিম্বা পরিবৰ্ত্তিত করা উচিত ; কারণ অঙ্গারের শোধন-শক্তি ক্ষণস্থায়িনী। কোকের প্রথমতঃ জীবাণু ও উদ্ভিদণু আকর্ষণ শক্তি খুব অধিক থাকে, কিন্তু কিয়ৎক্ষণ পরে এই শক্তির হ্রাস হয়। সম্পাঞ্জি আয়রণের ফিলটার-শক্তি অঙ্গার অপেক্ষী অধিক । ইহা দ্বারা শোধিত জল, অনেক কাল সঞ্চিত থাকিলেও,
পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।