পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\) স্বাস্থ্যবিজ্ঞান । (২) নদী-যে দেশে সুরক্ষিত পুষ্করিণী কিম্বা কুপ নাই, তথায় শোধন পূর্বক নদীজািল পান করা যাইতে পারে। স্রোতজল চৰ্ম্মের টনিক, এইজন্য নদীজলে স্নান প্রশস্ত । মল মুত্র ত্যাগ, মৃত দেহাদি নিক্ষেপ প্ৰভৃতি যে সমুদয় কারণে নদীজল বিকৃত হয়, নগর ও গ্রামবাসীদের চেষ্টায় তাহা নিবারিত হইতে পারে। (৩) খাল-জালাল্পতা ও স্রোতাভাব বশতঃ খালের জ্বল সাধারণতঃ বিকৃত এবং অপেয় । (৪) বিল-বিলের জল সাধারণতঃ সুতার ও লঘু, কিন্তু নানা কারণ বশতঃ ইহা বিকৃত হইয়া পড়ে । (৫) প্রস্রবণ-যে স্তর ভেদ করিয়া প্রস্রবণ উৎসারিত হয়, জল তােহা রই গুণ গ্ৰহণ করে। প্রস্রবণ জল সাধারণতঃ সুস্বাদু। প্রস্রবণ কুপের ন্যায় সুরক্ষিত হওয়া উচিত । (৬) পুষ্করিণী—ফাগুণ, চৈত্র কিম্বা বৈশাখ মাসে বিশুদ্ধ ভূমিতে পুষ্করিণী খনন করিবে ; যাহাতে সমস্ত বৎসর জল থাকে এরূপ গভীর হওয়া উচিত। উপরিস্থিত বালুকাস্তরের নিম্নে যে “অ্যাটাল মাটী”র স্তর, তাহার নিম্নস্থিত বালুকাস্তর খনন করিতে হয়। পাড় উচ্চ রাখা আবশ্যক। পাড়ে কোন প্রকার বৃক্ষ রোপন অবিধেয় । জলে পাট শেওলা, লালপদ্ম, শুষণা প্ৰভৃতি থাকিতে পারে। কিন্তু পানা প্রভৃতির ভিতর হইতে এক প্রকার উগ্রকটু (Acrid) পদাৰ্থ বহির্গত হইয়া জল দূষিত করে । পুষ্করিণীর ৫০ ফুটের মধ্যে শ্বেতখানা রাখা অনুচিত। ১০/১২ বৎসর অন্তর পুষ্করিণী ঝালান উচিত। অনিষ্টকারী বা পচা উদ্ভিদ উঠাইয়া ফেলিতে হয়। (৭) কুপ-কুপ তিন প্রকার, গভীর, অগভীর এবং আর্টিসিয়ান। ১০০ ফুট বা তদধিক গভীর কুপকে, গভীর কূপ (Deep well) < Gil its উীপ ও শ্যালো ওয়েল ** ফুট ও তদল্প গভীর কুপ, অগভীর কূপ (Shallow (Deep & shallow well ) শ্রেণীর অন্তৰ্গত । আর্টিসিয়ান ७30शव् ऍ well ) টিউবওয়েল প্রথমতঃ ফ্রান্সের অন্তর্গত আৰ্টয়েস প্রদেশে প্রচলিত হয় বলিয়া ঐ স্থানের নামেই আখ্যাত । ইহা এক প্রকার পুষ্করিণী প্রতিষ্ঠা ।