8 R স্বাস্থ্যবিজ্ঞান । ম্যাটার প্রভৃতি প্রশ্বাস ও দহন ক্রিয়াজাত পদাৰ্থ, কাবান মনক্সাইড হাইড়োজেন, হাইড্রোজেন সালফাইড ও ধাতুকণা ইত্যাদি থাকে । দ্বিতীয় পরিচ্ছেদ । দূষিত বায়ু সেবনের ফল । ১। কঠিন কণাজনিত রোগ ৪— (२) डाg vifsef Fes (Inanimate substances), Reli Sli 22fs, নিশ্বাসের সহিত গ্ৰহণ করিলে ইণ্ডাইজেশ্চন (Indigestion) পুনঃ পুনঃ সর্দি, ব্ৰঙ্কাইটিস, এম্ফিসীমা (Emphysema) এবং নিউমোনিয়া হয় ; কখনও নন İBeatf:fealist çikfçi (non-tubercular phthisis) ze:T *İtÇkfı কুম্ভকারদের “পটারস্ য়্যাজমা” (Potters asthma) নামক একপ্রকার এম্ফিসীমা হইয়া থাকে। বোতাম নিৰ্ম্মাতাদের ক্রনিক ব্ৰঙ্কাইটস্ ও হীমপত্ৰ টিসিস হয়। পূর্বে দেশলাই কারখানার লোকদিগের ফসফেব্রুস ধূম্র সেবনবশতঃ জর নিক্রেসিস (necrosis of the jaw) হইত। এখন ফসফরাসের পরিবর্তে য়্যামারুফাস ফসফরাস ব্যবহারবশতঃ এই রোগ নিবারিত হইয়াছে। পিত্তল। ঢালাইকারীদের ব্ৰঙ্কাইটিস, য়্যাজমা, এবং “ব্রাসফাউণ্ডার এগু” (Brassfounders ague) হইয়া থাকে। ঝিঙ্ক অক্সাইড, ধূম্র ইহার কারণ বলিয়া কেহ কেহ অনুমান করেন। এই এগুর লক্ষণ-বুক চাপা, কম্প, উষ্ণতা, ঘৰ্ম্ম ইত্যাদি। কেহ কেহ বলেন পিত্তলস্থিত তামের দরুণ ক্রনিক কনষ্টিপেসন ও ডিসপেপসিয়া জন্মিয়া থাকে। তাম্র ব্যবসায়ীদের এই সমুদয় রোগ হইয়া থাকে। সীসা ব্যবসায়ীদের লেড অক্সাইড ধূম্র গ্রহণ বশতঃ নসিয়া, বুকচাপা, কলিক (Lead colic) এবং সর্বশেষে লেড প্যালসি
পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।